অপটিক্যাল ফাইবার তারের দাম কত ২০২৪

অপটিক্যাল ফাইবার তারের দামঃ অপটিক্যাল ফাইবার, যার মধ্যে দিয়ে আলোর গতিতে এক স্থান হতে অন্য স্থানে সিগন্যাল আদান-প্রদান করা যায়। বর্তমানে ইন্টারনেট চালনার কাছ থেকে শুরু করে সকল ধরনের যোগাযোগ ব্যবস্থায় এই অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। পূর্বের তুলনায় ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের ব্যবহার অত্যাধিক হারে বেড়ে গিয়েছে। যার কারণে এর চাহিদা দিন দিন বেড়ে চলেছে।

বাসা বাড়িতে ওয়াইফাই এর সংযোগ নিতে গেলেই এখন অপটিক্যাল ফাইবার এর প্রয়োজন হয়ে থাকে। এ কারণেই অনেকে এই ফাইবার ক্যাবলের দাম কেমন তা জানতে চায়। সুতরাং আজকের এই পোস্টে আপনাদের সাথে অপটিক্যাল ফাইবার তারের দাম কত এবং কোন তার আপনার জন্য উপযোগী এ সমস্ত বিষয় এই পোস্টে শেয়ার করা হবে।

অপটিক্যাল ফাইবার তারের দাম কত

ফাইবার তারের গুণগত মানের উপর নির্ভর করে এর দাম নির্ধারণ করা হয়। বাজারে সর্বনিম্ন 15 টাকা থেকে শুরু করে ৩৫ টাকা পর্যন্ত প্রতি মিটার হিসেবে অপটিক্যাল ফাইবার তার বিক্রি করা হয়। আশা করি আপনারা যারা অপটিক্যাল ফাইবার তাদের দাম কত জানতে চাচ্ছিলেন তারা কিছুটা হলেও আইডিয়া করতে পেরেছেন। তবে বাণিজ্যিক কাজের জন্য অনেক উন্নতমানের অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। এ সকল কেবল গুলোর দাম অধিক পরিমাণের হয়ে থাকে।

তবে বাসা বাড়িতে ওয়াইফাই সংযোগের জন্য হাতের নাগালে যে সকল ফাইবার তার কিনতে পাওয়া যায় সেগুলোই যথেষ্ট। ইউনিকোর ডিজিটাল 6 কোরের অপটিক্যাল ফাইবার ক্যাবল বর্তমানে অধিক পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। যার দাম বর্তমান বাজারে ১৫ টাকা থেকে শুরু করে ২০ টাকা পর্যন্ত প্রতি মিটার হিসেবে বিক্রি করা হয়। সুতরাং ওয়াইফাই সংযোগ নেওয়ার আগে আপনার কি পরিমাণ তার প্রয়োজন তা পরিমাপ করে নিন।

সর্বশেষ কথা

অপটিক্যাল ফাইবার ছাড়াও অন্যান্য নরমাল তারের মাধ্যমে আপনি চাইলে বাড়িতে ইন্টারনেট বা ওয়াইফাই সংযোগ নিতে পারবেন। তবে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যদি আপনার সংযোগ নিয়ে থাকেন তাহলে তুলনামূলক অধিক সুবিধা পাবেন। আমি আপনার সাথে আজকের এই পোষ্টের মাধ্যমে অপটিক্যাল ফাইবার তারের দাম কত টাকা তা জানানোর চেষ্টা করেছিলাম। আশা করি ইতোমধ্যেই আপনি ফাইবার ক্যাবলের দাম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী জানতে পেরেছেন।

ধন্যবাদ।