আইএসপি লাইসেন্স পেতে আবেদনের হিড়িক

আইএসপি লাইসেন্স পেতে আবেদনের হিড়িক

প্রতিকী ছবিতে ইন্টারনেট সংযোগ। ছবি : ইন্টারনেট

ব্রডব্যান্ড ইন্টারনেটঃ ব্যবসার লাইসেন্স পেতে সারাদেশ হতে আবেদনের হিড়িক পড়েছে।

বিটিআরসিতে মাত্র ৮ মাসে ৬৬৯ টি আবেদন জমা পড়েছে এই আইএসপি লাইসেন্স পেতে। এরমধ্যে বিটিআরসি এখন পর্যন্ত নির্দিষ্ট ক্যাটাগরি হতে ৭ টিকে যোগ্য মূল্যায়ন করে লাইসেন্স দেয়ার জন্য বিবেচনা করেছে ।

বিটিআরসি বলছে, তারা ধাপে ধাপে আবেদনগুলো মূল্যায়ন করছেন। এরমধ্যে নীতিমালা অনুযায়ী যোগ্য আবেদনগুলোকে তারা লাইসেন্স দেয়ার জন্য বিবেচনা করছেন।

বিটিআরসি ২০২৩ সালের সেপ্টেম্বরে লাইসেন্স ইস্যু অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এলআইএমএস) চালু করে। আর এর মাধ্যমে ক্যাটাগরিভিত্তিক আবেদন নিতে থাকে। যেখানে ২০২৪ সালের মে মাস পর্যন্ত এই ৬৬৯ আবেদন জমা পড়ে। এসব আবেদনের মধ্যে বরিশাল বিভাগ, বরিশাল জেলা, চাঁদপুর সদর, রাউজান, কুমিল্লা সদর দক্ষিণ, চট্টগ্রাম ইপিজেড উপজেলা ও থানার আবেদন মূল্যায়ন করা হয়েছে।

আবেদনের তুলনায় লাইসেন্স কম দেয়ার বিষয়টিকে যৌক্তিক বলছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি।

সংগঠনটির সভাপতি ইমদাদুল হক টেকশহর ডটকমকে বলেন, নতুন লাইসেন্স কম দেয়াকে স্বাগত জানাই। দেশে এ খাতে বর্তমানে যত লাইসেন্সি আছে তা যথেষ্ট।

‘বিটিআরসির কাছে আমাদের চাওয়া আপগ্রেডেশন। এটি যদি উম্মুক্ত করা হতো তাহলে এখাতের ব্যবসায়ীরা লাভবান হতো, সেবার মানও আরও বাড়তো। একজন ব্যবসায়ী যদি তার ব্যবসা না বাড়াতে পারেন তাহলে এক সময় তিনি এখাতে ব্যবসার আগ্রহ হারাবেন’ উল্লেখ করেন ইন্টারনেট ব্যবসায়ীদের এই নেতা।

এই দফায় লাইসেন্স দিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পূর্বানুমোদনের জন্য যেসব কোম্পানিকে নাম দেয়া হয়েছে তারমধ্যে রয়েছে, রাকা এন্টারপ্রাইজ, কম্পিউটার ডটনেট, আবির অনলাইন সিস্টেম, রিও কমিউনিকেশন, ফারহা ডটকম, মেটা অনলাইন এবং স্পিড নেটওয়ার্ক সলিউশন।