Saturday, January 18, 2025
Homeবাজার দরআকাশ ডিস টিভির দাম কত ২০২৪

আকাশ ডিস টিভির দাম কত ২০২৪

বাংলাদেশে স্মার্ট যুগে ডিস দিয়ে টিভি দেখার চাহিদা দিন দিন কুমে যাচ্ছে। কারণ ডিস দিয়ে টিভি দেখতে হলে অনেক ঝামেলা পড়তে হয়। ডিস দিয়ে টিভি দেখতে গেলে সবগুলো চ্যানেল দেখা যায় না এবং একেবারেই ঘোলা দেখা যায়। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে আকাশ ডিস টিভির মাধ্যমে একেবারে পরিষ্কার ভাবে সব চ্যানেল দেখা যায়। এবং আপনি সব ধরনের চ্যানেল একদম চকচকা দেখতে পারবেন। অনেকেই নতুন টিভি অথবা মনিটরের জন্য আকাশ ডিস টিভি ব্যবহার করতে চায়। কিন্তু আকাশ টিভি কিভাবে ব্যবহার করতে হয় কত টাকা খরচ হবে এ সম্পর্কে জানেনা। 

আপনি আমাদের এই পোস্ট পড়ে আকাশ ডিস টিভির দাম কত বিস্তারিত জানতে পারবেন। এবং আকাশ ডিস টিভি সম্পর্কে সকল তথ্য এই পোষ্টে জানানো হয়েছে। আকাশ ডিটিএসেএ কত টাকা খরচ হবে এবং প্রতি মাসে কত টাকা বিল দিতে হবে এ সম্পর্কে এই প্রশ্নের মাধ্যমে ধারণা নিতে পারবেন। আকাশ টিভিতে স্যাটেলাইট থেকে একেবারে সরাসরি এনটিনিয়ার কানেক্ট হয় এবং সব চ্যানেল পরিষ্কার দেখা যায়। আপনি আকাশ ডিস টিভি আপনি ব্যবহার করতে চাইলে আমাদের সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়লে আকাশ ডিস টিভি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আকাশ ডিস টিভির দাম কত

আধুনিক প্রযুক্তির তৈরি আকাশ ডিস টিভি দিয়ে কোন তার কানেক্ট ছাড়া ক্লিয়ার টিভি দেখা সম্ভব। ডিসলাইন দিয়ে টিভি দেখলে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। কিছুদিন পর পর ডিসলাইন থাকে না। আপনি আকাশ ডিস টিভি ব্যবহার করে একেবারে ক্লিয়ার টিভি দেখতে পারবেন। এবং অনেকগুলো চ্যানেল আকাশ ডিস টিভি দিয়ে দেখা যায়। আকাশ ডিস টিভির অনেকগুলো কোয়ালিটি এবং প্যাকেজ রয়েছে। চ্যানেলের অনুযায়ী আপনার খরচ পড়বে। প্রায় ১৩০ টি চ্যানেলের প্রিমিয়াম আকাশ টিভি ব্যবহার করলে এর মধ্যে থেকে ৬০ টিরও বেশি এইচডি চ্যানেল দেখা যায়। বর্তমান দাম অনুযায়ী আকাশ ডিশ টিভি কিনতে খরচ পড়বে ৪,৮৯৯ টাকা। এবং সাথে এক মাসের ফ্রি রিচার্জ পেয়ে যাবেন।

আকাশ দাম কত

বাংলাদেশের মানুষের দিন দিন আকাশ টিভির চাহিদা বৃদ্ধি পেতে চলেছে। কারণ আকাশ টিভি সরাসরি স্যাটেলাইট থেকে সার্ভিস দিয়ে থাকে। কোন ঝড় বৃষ্টির মধ্যে আকাশ টিভিতে একেবারে ক্লিয়ার সবগুলো ডিস চ্যানেল দেখতে পারবেন। আকাশ dish tv কয়েকটি কোয়ালিটি রয়েছে। সর্বনিম্ন আকাশ ডিস টিভির দাম ২,৯৯৯ টাকা থেকে শুরু করে ৮০৫০ টাকা।

আকাশ (Akash DTH) ডিস কি

ডিটিএইচ বলতে কুঝায় সরাসরি স্যাটেলাইট এর মাধ্যমে আপনার এন্টিনিয়ারে কানেকশন হওয়া। ডিটিএইচ এর পূর্ণরূপ হল (ডিরেক্ট টু হোম)। কোন প্রকার ডিস লাইনের কোন কেবল ছাড়াই আপনি আকাশ এন্টনিয়র দিয়ে সরাসরি স্যাটেলাইট এর মাধ্যমে পরিষ্কার টিভি চ্যানেল দেখা সম্ভব। সবগুলা চ্যানেল আপনি একেবারে এইচডিতে দেখতে পারবেন। আকাশ টিভি ব্যবহার করলে আপনাকে একটি সেট বক্স দিবে সম্পূর্ণ শেষের বক্সের মাধ্যমে স্যাটেলাইট থেকে কানেক্ট হবে। আকাশ ডিটিএস এটা হল বেক্সিমকো কোম্পানির তৈরি। এই কোম্পানি থেকে সম্পূর্ণ কিছু নিয়ন্ত্রণ করে। সরাসরি স্যাটেলাইট থেকে আকাশ সেট বক্সে কানেক্ট হওয়ার জন্য এটি নাম দেয়া হয়েছে আকাশ ডিটিএস অর্থাৎ ডিরেক্ট টু হোম।

আকাশ ডিস প্যাকেজ

আপনি আকাশ ডিস টিভি ব্যবহার করতে চাইলে প্যাকেজ আকারে কিনতে হবে। কারণ এই প্যাকেজের সাথে আপনি আকাশ থেকে শুরু করে অন্যান্য কেবল বিভিন্ন জিনিস একসাথে পেয়ে যাবেন। এবং এইচডি চ্যানেল সহ মোট ১০০ টি চ্যানেলের উপরে এ প্যাকেদের সাথেই পেয়ে যাবে। এবং সাথে এক মাস কোন রিচার্জ করা ছাড়াই প্রথম মাস দেখা যাবে। আকাশ ডিস টিভির সর্বনিম্ন প্যাকেজ ২ হাজার ৯৯৯ টাকা এবং সর্বোচ্চ প্যাকেজ ৮ হাজার ৫০ টাকা।

ফ্রি ডিসের দাম কত

কয়েকটি উপায় এর মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্রিতে ডিস দেখতে পারবেন। আপনি অনলাইনে কিছু এফটিপি সার্ভার ব্যবহার করে একেবারে দেশের সবগুলো চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন। এবং নতুন প্রযুক্তির তৈরি টিভি বক্স দিয়ে মনিটর অথবা টিভিতে কানেক্ট করে সম্পূর্ণ ফ্রিতে ডিস দেখা সম্ভব।

আকাশ টিভির দাম কত কি কি কিনতে হবে ?

সবাই এখন ঘরে আকাশ টিভি ব্যবহার করার জন্য দাম এবং বিভিন্ন উপায় খুঁজে থাকে। সবাই চায় টাকা খরচ করে হলেও সবগুলো চ্যানেল পরিষ্কার দেখা যায়। এজন্য সবাই এইচডি চ্যানেল দেখতে আকাশ টিভি ব্যবহার করতে চায়। আকাশ টিভির ব্যবহার করতে হলে আপনাকে কিছু প্রয়োজনীয় কেবল এবং অন্যান্য জিনিসগুলো কিনতে হবে। অনেক সময় দ্রব্যমূলের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক পরিস্থিতির উপর বিভিন্ন জিনিসের দাম কম বেশি হয়। বর্তমান আকাশ টিভির দাম ৪,৮৯৯ টাকা। আপনি এই প্যাকেজটি ব্যবহার করলে সাথে একমাস ফ্রি রিচার্জ পেয়ে যাবেন। দেখে নিন আকাশ ডিস টিভি ব্যবহার করতে কি কি কিনতে হবে।

  • একটি সেট টপ বক্স। 
  • দুইটি কানেক্টর। 
  • এইচডিএমআই ক্যাবল। 
  • একটি 10 মিটার কেবল। 
  • সিঙ্গেল পোর্ট এলএনবি। 
  • পাওয়ার সাপ্লাই ইউনিট। 
  • এসএসসি সহ একটি ডিস।
  • একটি রিমোট কন্ট্রোল ইউনিট।

আকাশ ডিটিএইচ এর বর্তমান প্যাকেজ সমূহ

আপনার ঘরে আকাশ ব্যবহার করতে চাইলে প্যাকেজ অনুসারে প্রতিমাসে বিল দিতে হবে। অনেকে আকাশ ডিটিএসের প্যাকেজের মূল্য তালিকা খুঁজে থাকে। বেক্সিমকো কোম্পানি অনেকগুলো প্যাকেজ নিয়ে আকাশ ডিটিএস তৈরি করেছে। 

  1. আকাশ লাইটঃ ২০ টি এইচডি চ্যানেল সহ মোট ৮০টি চ্যানেল আকাশ ডিটিএসে বর্তমান প্যাকেজের মাসিক বিল দিতে হবে ৩০০ টাকা। 
  2. আকাশ লাইট প্লাসঃ এই প্যাকেজ এ ৩০ টি এইচডি চ্যানেল এবং মোট ৯৫ টি চ্যানেল থাকবে আকাশ ডিটিএইচ এর বর্তমান প্যাকেজের মাসিক বিল ৩৫০ টাকা।
  3. আকাশ স্ট্যান্ডার্ডঃ এ প্যাকেজে ৪৫ টি বেশি এইচডি চ্যানেল সহ মোট ১২৫ টির মত চ্যানেল থাকবে এবং বর্তমান প্যাকেজের মাসিক বিল ৪০০ টাকা।

আকাশ ডিস ডিলার

এই বেক্সিমকো কোম্পানি আকাশ ডিস তৈরি করার পর বাংলাদেশের সব জায়গাতেই ডিলার দিয়েছে। আপনি ঘরে বসে থেকে ডিলারদের ফোন করে আপনার নিকটস্থ জায়গায় আকাশ নিতে পারবেন। এজন্য আপনাকে আপনার নিকটস্থ আকাশ ডিস ডিলারে যোগাযোগ করতে হবে। এবং অনলাইনের মাধ্যমে আপনি আপনার নিকটস্থ আকাশ ডিস ডিলারের যোগাযোগ নাম্বার বের করতে পারবেন।

আকাশ টিভি চ্যানেল দাম কত ২০২৪

আপনি এই প্রশ্নের উপরের দিকে পড়লে সঠিক আকাশ টিভি চ্যানেলের দাম জেনে নিতে পারবেন। কারন আমরা বিস্তারিতভাবে আকাশ টিভি চ্যানেলের মূল্য তালিকা প্রদান করেছি। আপনার পছন্দ অনুযায়ী আকাশ টিভি চ্যানেলের দাম কম বেশি হবে। আপনি তিন হাজার টাকা থেকে শুরু করে ৮ হাজার টাকা পর্যন্ত বাজেট রাখলে আপনার ঘরে আকাশ টিভি চ্যানেল ব্যবহার করতে পারবেন।

আকাশ টিভি সংযোগ

আপনার টিভিতে আকাশ সংযোগ করতে চাইলে প্রথমে আপনার নিকটস্থ কোন ডিলারের সাথে যোগাযোগ করতে হবে। এবং আপনার পছন্দ অনুযায়ী আকাশ প্যাকেজ কিনলে আপনার কোন আর ঝামেলা হবে না। সম্পূর্ণ আকাশ ডিলাররা আপনার টিভিতে সংযোগ করে দেবে। এবং আপনি শুধু মাসে মাসে আকাশের বিল প্রদান করে সচল রাখবেন।

আকাশ টিভি মাসিক চার্জ

টিভি অথবা মনিটরে আকাশ টিভি ব্যবহার করলে অবশ্যই আপনাকে প্রতি মাসে একটি চার্জ প্রদান করতে হবে। আপনার পছন্দ অনুযায়ী প্যাকেজ নিলে প্রতি মাসে মাসিক চার্জ ৩০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত বাজেট রাখতে হবে। প্যাকেজ অনুযায়ী প্রতি মাসে চার্জ দিতে হবে।

যে সমস্ত ডকুমেন্ট লাগবে

আপনার ঘরে আকাশ ডিস টিভির ব্যবহার করতে চাইলে আপনাকে অবশ্যই কিছু ডকুমেন্ট জমা দিয়ে আকাশ ডিস টিভি নিতে হবে। আপনি নিকটস্থ কোন আকাশ ডিলার এর সাথে যোগাযোগ করে এই ডকুমেন্ট গুলো জমা দিলে আপনাকে আকাশ ডিস সার্ভিস দিবে। কি কি ডকুমেন্ট লাগবে দেখে নিন

  • আপনার এক কপি পাসপোট সাইজের ছবি। 
  • জাতীয় পরিচয় পত্র। 
  • পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে)

আকাশ ডিটিএইচ রিচার্জ

অনলাইনের মাধ্যমে এবং কিছু পেমেন্ট অ্যাপ ব্যবহার করে আকাশ ডিটিএইচ রিচার্জ করতে পারবেন। যেকোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে খুব সহজেই ঘরে বসে থেকে আকাশ ডিটিএইচ এর রিচার্জ করা যায়। 

  1. বিকাশ অ্যাপ।
  2. নগদ অ্যাপ। 
  3. রকেট অ্যাপ। 
  4. নেক্সাস পে। 
  5. আইপে। 
  6. শিওর ক্যাশ। 
  7. জি পে অ্যাপ। 
  8. বিকাশ ইউএসএসডি। 
  9. ইবিএল স্কাই।

আকাশ টিভির সুবিধা কি

আকাশ টিভি  ব্যবহারে অনেকগুলো সুবিধা রয়েছে। গুরুত্বপূর্ণ কিছু সুযোগ সুবিধা গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনি এ আকাশ ডিটিএইচ ব্যবহার করে সম্পূর্ণ ফুল এইচডি তে ডিসের সবগুলো চ্যানেল দেখতে পারবেন। এবং যে কোন মুহূর্তে কোন সমস্যা দেখা দিলে ২৪/৭ এ কল করে কল সেন্টার থেকে যেকোনো সুযোগ-সুবিধা নিতে পারবেন। এবং সরাসরি স্যাটেলাইট এর মাধ্যমে টিভির চ্যানেল গুলো দেখা যায়। এবং সর্বনিম্ন ৫০ টা থেকে শুরু করে ১৩০ টি পর্যন্ত এইচডি চ্যানেল দেখা যায়। এবং আরো অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে।

শেষ কথা

আপনার অনেকেই বাসা বাড়িতে উন্নত মানের টিভি চ্যানেল গুলো দেখতে এবং এইচডি চ্যানেল দেখতে আকাশ টিভি লাগানোর কথা ভাবে থাকেন। কিন্তু বর্তমান আকাশ ডিস টিভির দাম কত সে সম্পর্কে জানেন না। অনেকে অনলাইনে খুঁজে থাকেন। আশা করি আপনি আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ে আকাশ ডিশ টিভি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পেরেছেন এবং অনেকটাই উপকৃত হয়েছেন। আপনার যদি আমাদের এই পোস্টটি পড়ে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি শেয়ার করে রাখুন। ধন্যবাদ

infoo.live
infoo.livehttps://infoo.live
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি। বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments