Wednesday, January 22, 2025
Homeবাজার দর১ ভরি রুপার দাম কত ২০২৩? আজকের রুপার দাম বাংলাদেশ

১ ভরি রুপার দাম কত ২০২৩? আজকের রুপার দাম বাংলাদেশ

১ ভরি রুপার দাম কতঃ সোনার ও রুপার দাম সমান হারে বৃদ্ধি পাচ্ছে। যদিও সোনার থেকে রুমার দাম অনেক কম। তবে যেমন ভাবে সোনার বেড়েছে, তাই সবার কাছে এখন রুপাই সবচেয়ে জনপ্রিয়। বাজারে মেয়েদের রুপার তৈরি অলংকার এখন খুব বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। ১ ভরি রুপার দাম কত টাকা তা রুপার কুয়ালিটির ও উপাদানের উপর নির্ভর করে।

বর্তমান সময়ে রুপার দাম বেড়ে যাওয়ায় আসল রুপার সাথে নকল রুপার ব্যবহার করা হয়। কিন্তু সাধারণ জনগণ তা বুঝতে পারে না। ২০২০ সালের আগে রুপার মূল্য অনেক কম ছিলো। তখন ১২০০ থেকে ১৩০০ টাকা ভরি রুপা বিক্রি করা হতো। আজকের রুপার দাম বাংলাদেশ কত টাকা তা জানতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।

১ ভরি রুপার দাম কত

বিশ্ব বাজারে আজ রুপার দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাই বাংলাদেশে অনেক বেশি দামে রুপা কিনতে হচ্ছে। প্রতি ভরি রুপার দাম ৫০০ থেকে ৮০০ টাকা বেড়েছে। তবে অরজিনাল রুপার দাম অনেক বেশি। রুপার দাম এর গুনগত মান ও ক্যারেট এর উপর নির্ভর করে। সেই হিসবে ১ ভরি রুপার দাম ২০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত। ২২ ক্যারেটের ১ ভরি রুপার মূল্য ১৮০০ টাকা। বাজারে ২১ ক্যারেটের রুপার ভরি পাওয়া যাচ্ছে যার দাম ১৭০০ টাকা। এর থেকে কম দামে ১৮ ক্যারেটের রুপা বিক্রি করা হয়। ১৪০০ টাকা দিয়ে ১৮ ক্যারেটের এক ভরি রুপা ক্রয় করতে পারবেন।

১ ভরি রুপার দাম কত ২০২৩

রুপা বিশ্ব বাজারের দামের সাথে মিলিয়ে বিক্রি করা হয়। কারণ বিদেশ থেকে বেশির ভাগ রুপা আমদানি করা হয়েছে থাকে। আগের থেকে ডলারের রেট বেড়ে যাওয়ায় সকল জিনিসের দাম বেড়েছে। ২০২৩ সালের প্রতি ভরি রুপাতে ৬০০ থেকে ৮০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ১ ভরি রুপার দাম কত ২০২৩ সালে এখন ১৫০০ টাকা থেকে শুরু। বাজারে এক এক দোকানে ভিন্ন ভিন্ন দামে রুপা বিক্রি করা হয়।

১ গ্রাম রুপার মূল্য কত টাকা ২০২৩

বাজারে বিভিন্ন ক্যারেটের রুপা পাওয়া যায়। এই ক্যারেটের উপর ভিত্তি করে দাম নির্ধারন করা হয়। ১ গ্রাম রুপার দাম ৯০ টাকা থেকে ১৬০ টাকা। সবচেয়ে ভালোমানের রুপা হচ্ছে ২২ ক্যারেট। ২২ ক্যারেটের ১ গ্রাম রুপা বিক্রি করা হয় ১৪৭ টাকায়। ১৪০ টাকা গ্রাম ২১ ক্যারেটের রুপা পাওয়া যাবে। সবচেয়ে কম দামে ১২০ টাকা গ্রাম রুপা কিনতে পারবেন। তবে আপনাকে ১৮ ক্যারেটের রুপা কিনতে হবে।

১০ গ্রাম রুপার দাম কত ২০২৩

১০ গ্রাম রুপা দিয়ে অনেক বড় ধরনের অলংকার বানানো যায়। বাজারে ৩ ধরনের রুপা পাওয়া যাচ্ছে। ১০ গ্রাম রুপার দাম ১৬০০ টাকা। তবে এর চেয়ে কম দামেও ১০ গ্রাম রুপা কিনতে পারবেন। ২১ ক্যারেটের ১০ গারম রুপার বাজার মূল্য ১৪০০ টাকা। ১৮ ক্যারেটের ১০ গ্রামের রুপার মূল্য ১২০০ টাকা।

সাড়ে ৫২ তোলা রুপার দাম কত

বিভিন্ন ক্যারেটের রুপা আছে, যার উপর ভিত্তি করে প্রায় ৯১০০০ টাকা প্রতি সাড়ে ৫২ তোলা রুপার দাম। ২২ ক্যারেট সাড়ে ৫২  তোলার রুপার দাম ৯০০০০ টাকা। ২১ ক্যারেটের সাড়ে ৫২ তোলার রুপার দাম ৮৬০০০ টাকা। ১৮ ক্যারেট সাড়ে ৫২ তোলার রুপার মূল্য ৭৪ হাজার টাকা। পুরাণ রুপা সাড়ে ৫২ তোলার রুপার দাম ৫৬ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

২২ ক্যারেট ১ ভরি রুপার দাম কত

বাজারের উন্নতমানের রুপা হচ্ছে ২২ ক্যারেট। যা দিয়ে বানানো প্রতিটি অলংকার বেশ মজবুত ও আকর্ষণীয় হয়ে থাকে। তবে এর মান যেমন ভালো দামও একটু বেশি। বর্তমানে ২২ ক্যারেট ১ ভরি রুপার দাম ১৮০০ টাকা। তবে ১৭০০ টাকায় ২২ ক্যারেটের এক ভরি রুপা পাওয়া যাবে।

২১ ক্যারেট ১ ভরি রুপার দাম কত টাকা

এটিও একটি ভালো মানের রুপা। ২২ ক্যারেটের সাথে একটু দামে কম রয়েছে। ১৭০০ টাকায় ২২,২১ ক্যারেট ১ ভরি রুপা বিক্রি করা হচ্ছে। এর গুনগত মান অনেক ভালো। অনেক দোকানে ১৬০০ টাকায় এই রুপা বিক্রি করা হয়। তবে যেকোনো সময় আবারো দাম বেড়ে যেতে পারে। তাই এখনি কম দামে রুপা কিনে ফেলুন।

১৮ ক্যারেট ১ ভরি রুপার দাম কত ২০২৩

যারা কম দামে রুপা কিনতে চান, তারা অবশ্যই ১৮ ক্যারেটের রুপা টি দেখতে পারেন। এর মান কিছুটা কম। তবে রুপার মূল্য অনেক কম রয়েছে। ১৮ ক্যারেট ১ ভরি রুপার দাম মাত্র ১৪০০ টাকা। বিভিন্ন দোকানে ১৮ ক্যারেটের রুপা ১৩০০ থেকে ১৩৫০ টাকায় বিক্রি করে থাকে।

১ তোলা রুপার দাম কত

অনেকে ভরি চিনি কিন্তু তোলা চিনিনা। ১ ভরি = ১ তোলা। অর্থাৎ বাজারে ১ ভরি রুপা যে টাকায় বিক্রি হয় তার দাম হচ্ছে ১ তোলা রুপার সমান। ২২ ক্যারেটের ১ তোলা রুপার মূল্য ১৮০০ টাকা। ২১ ক্যারেটের ১ তোলা রুপা বিক্রি করা হয় ১৭০০ টাকায়। এর থেকে কম দামে ১ তোলা রুপা কিনতে পারবেন। এটি হচ্ছে ১৮ ক্যারেটের রুপা, যার মূল্য ১৪০০ টাকা। পুরাতন ১ তোলা রুপার দাম ১১০০ টাকা। 

৫২ তোলা রুপার দাম

৩ ধরনের ৫২ তোলা রুপা পাওয়া যাচ্ছে। এর সাথে পুরাতন রুপা কিনতে পারবেন। পুরাতন রুপার দাম অনেক কম। ৫২ তোলা রুপার দাম ৯০ হাজার টাকা। অনেক সময় এই রুপা ৮৮ থেকে ৮৯ হাজাত টাকায় বিক্রি করা হয়। পুরাতন ৫২ তোলা রুপার মূল্য ৮৪ থেকে ৮৫ হাজার টাকা।

চান্দি রুপার দাম

বাজারে বিভিন্ন দোকানে চান্দি রুপা বিক্রি করা হয়। এই রুপার দাম কিছুটা কম রয়েছে। চান্দি রুপা দিয়ে প্লেট, থালা ও বিভিন্ন জিনিস তৈরি করা হয়ে থাকে। এক ভরি চান্দি রুপার দাম ১৫০০ টাকা। অনেক সময় ১ তোলা চান্দি রুপা ১৪০০ থেকে ১৪৫০ টাকায় বিক্রি করা হয়।

আজকের রুপার দাম

রুপার ধরনের উপর ভিত্তি করে রুপা বিক্রি করা হচ্ছে। নিচে একটি তালিকা শেয়ার করেছি, যেখানে রুপার ওজন ও দাম দেওয়া আছে। যারা আজকের রুপার দাম জানতে চাচ্ছেন তারা এই তালিকা টি দেখুন।

  • ২২ ক্যারেট ১ ভরি রুপার মূল্য ১৮০০ টাকা।
  • ২১ ক্যারেট এক ভরি রুপার মূল্য ১৭০০ টাকা।
  • ১৮ ক্যারেট এক ভরি রুপার মূল্য ১৪০০ টাকা।
  • ১ গ্রাম রুপার মূল্য ৯০ থেকে ১৬০ টাকা।
  • ১০ গ্রাম রুপার দাম ১৬০০ টাকা।
  • এক ভরি চান্দি রুপার দাম ১৫০০ টাকা।
  • ২২ ক্যারেট সাড়ে ৫২  তোলার রুপার দাম ৯০০০০ টাকা।

শেষ কথাঃ

বাজারে রুপার দাম বেড়েই চলেছে। তবে এই পোস্টে দেওয়া দাম অনুযায়ী আর কিছু দিন রুপা কিনতে পারবেন। এখানে সকল ধরনের রুপার দাম সম্পর্কে শেয়ার করা হয়েছে। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে ১ ভরি রুপার দাম কত ২০২৩? আজকের রুপার দাম বাংলাদেশ কত টাকা তা জানতে পেরেছেন। এই রকমের আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।

ধন্যবাদ সবাইকে।

infoo.live
infoo.livehttps://infoo.live
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি। বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments