আজকের চালের দাম কত ২০২৪

চালের দাম আবারো বেড়েছে। বাজারে নতুন ধানের চাল আসা স্বত্বেও বেড়েই চলেছে চাল এর বাজার। গত মাসেও এক বস্তা চাল ২৭০০ থেকে ২৭৫০ এর মধ্যে কিনতে পাওয়া যেতো। নতুন মাস শুরু হতেই প্রতি বস্তা চালে ১৫০ থেকে ২৫০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। এখন ৫০ কেজির ২৯ চাল এর বস্তা ২৮০০ থেকে ২৯০০ এর মধ্যে পাওয়া যাচ্ছে। বাজারে এখন উন্নতমানের বাসমতী চাল পাওয়া যায়, কিন্তু দাম অত্তাধিক বেশি।

যার প্রতি কেজির মূল্য হয়েছে  ১৫০ টাক থেকে ২০০ টাকা পযন্ত। ২৫ কেজি বস্তা  দাম আবারো কিছু টা বৃদ্ধি পেয়েছে। বাজারে নতুন ধানের চাল আসা স্বত্বেও কি কারণে চাল এর দাম কমছে না, তা তুলে ধরেছি নিচের প্রতিবেদনে। আজকের বিভিন্ন প্রকার চাল এর দাম সম্পর্কে আপডেট সংবাদ এবং বাজার দর জানতে আমাদের সাথেই থাকুন।

আজকের চালের দাম কত

বাংলাদেশে আজ একি শুরু হয়ে গেলো। বিগত বছর গুলোতে ২০১৮, ১৯, ২০ সালে চাল এর দাম ছিলো হাতের নাগালে। ৫০ কেজি উন্নতমানের চাল ১৬০০ থেকে ১৯০০ বা ২০০০ টাকার মধ্যেই পাওয়া যেতো। বর্তমান বাজারে যা ২৪০০ টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে না। চাল এর বাজারে সর্বনিম্ন ২৬০০ টাকা বস্তা চাল রয়েছে। যা চাল এর গুনগত মান খুবই খারাপ। তবে উন্নতমানের চাল বাজারে পাওয়া যাচ্ছে। আজকে চাল এর দাম ২৮০০ থেকে ২৯০০ টাকার মধ্যে। এই চাল এর মান অনেক তা ভালো পাবেন। সে অনুযায়ী ১ কেজি চাল এর দাম ৫৬ থেকে ৫৮ টাকা কেজি।

চালের দাম বেড়ে যাওয়ার কারণ

চাল এর দাম বেড়েই চলেছে। কোনো ভাবেই চাল এর বাজার কমছে না। এদিকে বাজারে চলে এসেছে নতুন ধান। নতুন চাল আসা স্বত্বেও চাল এর বাজার ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে। চাল এর বাজার বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ ধানের দাম বৃদ্ধি। সচরাচর আগের তুলনায় ধান উৎপাদন খরচ অনেক বেড়েছে। ফসলের আবাদ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত বাড়তি খরচ হয়ে থাকে। ধান উৎপাদনে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ও কীটনাশক ব্যবহার করতে হয়।

যা বাজারে আগের চেয়ে এগুলোর দাম বাড়তি হয়েছে। পর্যাপ্ত পরিমাণ ধান চাষের জমি নেই। সব মিলিয়ে ধানের দাম প্রতি মনে বা ৪০ কেজিতে ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে বৃদ্ধি পেয়েছে। এই ফলে আজকে চাল এর দাম অনেকটা বেড়েই চলেছে। ধানের বাজার দর সম্পর্কে জানতে নিচের ঠিকানায় ক্লিক করুন। নিচের প্রতিবেদনে ধানের বাজার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বাসমতি চালের দাম কত

ভাত রান্নার জন্য সাধারণ চাল ব্যবহার করা হয়। কিন্তু সবার পছন্দের কাচ্চি বিরিয়ানি, পোলাও, খিচুড়ী রান্নার জন্য বিশেষ ধরনের বাসমতি চাল প্রয়োজন হয়। এই চালে আলাদা এক প্রকারের ঘ্রাণ পাওয়া যায়। বাজারে এই চাল পাওয়া যাচ্ছে। কয়েক জাতের বা কোম্পানির বাসমতি চাল রয়েছে। তবে এই চাল এর দাম সাধারণ চাল এর তুলনায় অনেক বেশি। ১ কেজি বাসমতি চাল এর দাম  ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। সাধারণত দেশি বাসমতির চাল এর দাম ১৫০ টাকা থেকে ২০০ টাকা পযন্ত হয়ে থাকে। ৫ কেজি দেশি   চাল এর মূল্য ১৪৫০ টাকা। এদিকে মোজ্জামেল এর ৫ কেজি বাসমতি চাল দাম ৫৫০।  ফরচুন  বাসমতি চাল এর মূল্য ১ কেজি মূল্য ১৩৫ টাকা এবং ৫ কেজি ৬৫০ টাকা।

২৫ কেজি চালেরবস্তার দাম ২০২৪

বাজারে ৫০ কেজি এবং ২৫ কেজি চাল এর বস্তা পাওয়া যায়। ভালোমানের নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৭৩ থেকে ৮২ টাকায়। যা দুই দিন আগে বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮৫ টাকায়। যা ২৫ কেজি বস্তার দাম ১৮২৫ থেকে ২০৫০ টাকার মধ্যে। নাজিরশাইল ১ বস্তা চিকন চাল ৩৫০০ থেকে ৩৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে।  নিচে থেকে আরও কিছু ২৫ কেজি চাল এর বস্তার দাম দেখেনিন।

  • পালকি প্রিমিয়াম ২৫ কেজি চাল এর বস্তার দাম ২১৫০ টাকা।
  • এরফান মিনিকেট ২৫ কেজি চাল এর বস্তার মূল্য হচ্ছে ১৬৫০ টাকা।
  • জহুরা মিল মিনিকেট চাল ২৫ কেজি  ১৬৪০ টাকা।
  • পালকি নাজিরশাইল ২৫ কেজি চাল এর বস্তার দাম ১৯৪০ টাকা।

মিনিকেট চালের দাম

সবার পছন্দের একটি চাল মিনিকেট। চাল গুলো দেখতে যেমন সুন্দর , তেমনি এই চাল এর ভাত অনেক অনেক সুন্দর এবং চিকন হয়ে থাকে। যা বিরিয়ানি বা পোলাওয়ের চাল এর মতো দেখতে হয়। ১ কিজি মিনিকেট চাল এর দাম ৬১ টাকা থেকে ৭১ টাকা। সরু মিনিকেট চাল এর কেজি ৭০ থেকে ৭২ টাকা এই মাসে এক কেজি চাল এর দাম ১০ টাকার মতো বেড়েছে। ২৫ কেজি মিনিকেত চাল এর দাম ১৫২৫ থেকে ১৭৭৫ টাকা। এবং ৫ কেজি চাল এর দাম ৩০৫ থেকে ৩৫৫ এর মধ্যে। এই চাল এর দাম আবারো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মোটা চালের দাম

গুটি ও স্বর্ণা এই দুই জাতের মোটা চাল পাওয়া যায়। যার প্রতি কেজির মূল্য ৫৫ থেকে ৫৬ টাকা। নাজিরশাইল মোটা চাল এর কেজিতে ৮৪ থেকে ৮৬ টাকা দাম। মাঝারি বিআর-২৮ চাল ৬০ থেকে ৬২ টাকা কেজি। ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটের আড়তে গতকাল মোটা চাল (গুটি-স্বর্ণা) বিক্রি হয় ৪৮ থেকে ৫০ টাকা দরে। রাজধানীর মহাখালী কাঁচাবাজারে মোটা চাল (গুটি ও স্বর্ণা) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকায়।

৫০ কেজি চালের বস্তার দাম ২০২৪

পাইজাম  ৫০ কেজির চাল এর বস্তা ২১০০ থেকে ২১৫০ টাকা। ব্রি-২৮ চাল ৫০ কেজির বস্তা ২৫৫০-২৬০০ টাকা। তবে এই চাল ২৬৫০-২৭০০ টাকায় ও বিক্রি করা হচ্ছে। কিছুদিন আগে কাটারি আতপ ৫০ কেজির চাল এর বস্তা বিক্রি হয়েছে ৩ হাজার ৫০০ টাকায়। এখন বিক্রি করা হচ্ছে  ৪ হাজার টাকায়। যা ৫০ কেজির বস্তায় ৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে। নাজিরশাইল  চাল এর ৫০ কেজি চাল এর দাম ৩১০০-৩১৫০ টাকা। ৩৩০০-৩৩৫০ টাকার মধ্যেও এই চাল বাজারে বিক্রি করা হয়।

২৯ চালের দাম আবারো বেড়েছে

প্রতি কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে ২৯ চালে। এখন বাজারে প্রতি কেজি ব্রি-২৯ চাল এর দাম ৬০ টাকা। ২৯ জাতের চাল বিক্রি হতো ৫০ টাকা কেজিতে। এখন বিক্রি করা হচ্ছে  হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। ৫০ কেজি ২৯ চাল এর দাম ৩০০০ টাকা এবং ২৫ কেজির এক বস্তার দাম ১৬০০ টাকা। পরবর্তিতে আবারো ২৯ চাল এর দাম বেড়ে যাবে মনে করা হচ্ছে। এখন বাজারে নতুন ২৯ চাল পাওয়া যাচ্ছে।

শেষ কথা

চাল এক প্রকারের কাচা মাল। তাই যেকোনো সময়ের এর দাম পরিবর্তন হতে পারে। এবং এলাকার উপর নির্ভর করে বাজারে আমার দেওয়া চাল এর দাম থেকে কম-বেশি হতে পারে। আশা করছি আপনারা আজকের চালের দাম সম্পর্কে জানতে পেরেছেন। এবং বাসমতি চালের দাম ও ৫০ কেজি চাল এর বস্তা কত টাকায় বিক্রি করা হয় সেগুলো দেখে নিয়েছেন। নিত্যনতুন বাজার দর সম্পর্কে জানতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটে বাজার দর নিয়ে প্রতিদিন আপডেট তথ্য শেয়ার করা হয়।