Wednesday, January 22, 2025
Homeতথ্য প্রযুক্তিএআই প্রযুক্তি ব্যবহার করে নতুন আপডেট গুগল ম্যাপসে

এআই প্রযুক্তি ব্যবহার করে নতুন আপডেট গুগল ম্যাপসে

এআই প্রযুক্তি ব্যবহার করে নতুন আপডেট গুগল ম্যাপসে

গুগল ম্যাপসঃ গুগল ম্যাপসের সুবাদে খুব সহজে অপরিচিত জায়গাও খুঁজে পাওয়া যায়। ২০০৫ সালে গুগল ম্যাপস উন্মোচনের পর এখানে অনেক পরিবর্তন এসেছে। যেমন- পরিবেশবান্ধব রাউটিংয়ের সুবাদে জ্বালানী সাশ্রয়ী রুটগুলো পাওয়া যায়। যখন আপনি ভার্চুয়াল জগতে থাকেন তখন লাইভ ভিউ ফিচারটি আপনাকে সাহায্য করবে।

এআই প্রযুক্তি ব্যবহার করে গুগল ম্যাপসে আরো কিছু নতুন পরিবর্তন আনা হয়েছে। গুগল ম্যাপসে নতুন করে যেসব আপডেট এসেছে-

ইমারসিভ ভিউ ব্যবহারের আগে জেনে নিন

গুগল ম্যাপস প্রতিদিন দুই হাজার কোটি কিলোমিটারের বেশি রাস্তার নির্দেশনা দেয়। এআইর সহায়তা নিয়ে ভ্রমন পরিকল্পনাও সাজিয়ে দেয় গুগল ম্যাপস। চলতি বছর তারা ইমারসিভ ভিউ ফিচার উন্মোচন করে। এই ফিচারের মাধ্যমে যাত্রার প্রতিটি পদক্ষেপ অর্থাৎ গাড়ি চালনা, হাঁটা অথবা সাইকেল চালানোর সময়ও তা দেখা যায়।

চলতি সপ্তাহেই ইমারসিভ ভিউ ফর রুটস ফিচারটি আমস্টারডাম, বার্সেলোনা, ডাবলিন, ফ্লোরেন্স, লাস ভেগাস, লন্ডন, লস এঞ্জেলস, মিয়ামি,নিউ ইয়র্ক, প্যারিস, সান ফ্রান্সিসকো, সান জোস, সিয়াটল, টোকিও এবং ভেনিসের অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের কাছে সহজলভ্য হবে।

যেমন- ফিচারটিকে বলুন আপনি সান ফ্রান্সিসকোর চারুকলার রাজপ্রাসাদের জলাধারের পাশ দিয়ে সাইকেল চালাতে চান। অ্যাপটিকে শুধুমাত্র সাইকেল চালানোর নির্দেশ দিলেই হবে। এরপর রুট দেখা এবং শুরু থেকে শেষ পর্যন্ত বহুমাত্রিক দৃশ্য দেখতে ইমারসিভ ভিউ প্রিভিওতে চাপ দিলেই হবে। এই অ্যাপ ব্যবহার করে এমনভাবে প্রস্তুতি নেয়া যাবে যাতে করে ব্যবহারকারীর মনে হবে সে আগে থেকেই ওই স্থানে ছিলো এবং টার্ন বাই টার্ন দিকনির্দেশনাগুলো চাক্ষুষ দেখেছেন। ফলে কোথাও যাওয়ার আগে ইমারসিভ ভিউয়ের মাধ্যমে স্থানটির বিষয়ে বিস্তারিত জানার পাশাপাশি ভিজ্যুয়াল নির্দেশনাও পাওয়া যায়। এছাড়াও টাইম স্লাইডার ব্যবহার করে যানযট এবং আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে জানা যায়। এআই ব্যবহার করে প্রত্যেকটি স্থান সম্পর্কে ধারণা দেয়া হয়।

লেনস ইন ম্যাপস

নতুন কোথাও যাওয়ার পর গুগল ম্যাপ আশেপাশের জায়গা সম্পর্কে আমাদের ধারণা দেয়। লেনস ইন ম্যাপস অ্যাপটি ( যা আনুষ্ঠানিকভাবে সার্চ উইদ লাইভ ভিউ নামে পরিচিত) এআই এবং অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করে একটি নতুন জায়গায় প্রয়োজনীয় সব কিছু সহজেই খুঁজে নিতে পারেন। নতুন কোন জায়গায় নিকটস্থ এটিএম, ট্রানজিট স্টেশন, রেস্টুরেন্ট, কফি শপ এবং অন্যান্য দোকানের খোঁজ পেতে এজন্য সার্চ বারে লেনস আইকনে চাপ দিয়ে ফোনটি উপরের দিকে তুলে ধরলেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

লাস ভেগাস, রোম, সাও পাওলো এবং তাইপেসহ ৫০টিরও বেশি শহরে চলতি সপ্তাহে লেনস ইন ম্যাপস অ্যাপটি ব্যবহার করা যাবে। আরো বিস্তারিত ম্যাপ আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। বর্তমানে বিশ্বের হাজারো গাড়িচালক গুগল ম্যাপের ওপর নির্ভর করে। নির্ধারিত গন্তব্যের কাছাকাছি কোন সংঘর্ষ হয়েছে কিনা, ট্রাফিক জ্যাম আছে কিনা নানাবিধ বিষয়ে সঠিক তথ্যের জন্য তারা গুগল ম্যাপসের ওপর নির্ভরশীল।

বর্তমানে নেভিগেশন ম্যাপ বিশ্বের বাস্তবিক অবস্থা সম্পর্কে আরো পরিস্কার ধারণা দেয়। এছাড়াও ম্যাপের রংগুলোও আপডেট করা হয়েছে। ফলে ভবনগুলো আরো বাস্তবসম্মতভাবে দেখা যাবে, শহরের কেন্দ্রে অবস্থান করলে গন্তব্যের সর্বশেষ স্থান সম্পর্কেও জানা যাবে। হাইওয়েতে কিছু কৌশলী ড্রাইভিং দেখা যায় (যেমন একাধিক লেন অতিক্রম করার মতো কিছু বিরক্তিকর প্রস্থান)। এসব ক্ষেত্রে প্রস্তুতি রাখার জন্য লেনের বিস্তারিত তথ্য দেখা যাবে।

আগামি কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স এবং জার্মানিসহ বিশ্বের মোট ১২টি দেশে অ্যাপটি ব্যবহার করা যাবে। ইলেক্ট্রিক গাড়ির চালকদের জন্য থাকছে আরো তথ্য, চলতি সপ্তাহের শুরু থেকে অ্যান্ড্রয়েড এবং ওআইএস ব্যবহারকারী ইলেক্ট্রিক ভ্যাহিকেল (ইভি) চালকরা চার্জিং স্টেশন সম্পর্কে আরো তথ্য জানা যাবে। তাদের গাড়ির সাথে সামঞ্জস্যপূর্ণ চার্জার কোথায় পাওয়া যাবে, প্রয়োজন অনুযায়ি দ্রুত, মাঝারি এবং ধীর গতির চার্জার কোথায় পাওয়া যাবে। চলতি সপ্তাহেই পুরো বিশ্বের আইওএস এবং অ্যান্ড্রয়েডের ব্যবহারকারীরা চার্জিং স্টেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

infoo.live
infoo.livehttps://infoo.live
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি। বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments