Wednesday, January 22, 2025
Homeনিউজ ডেস্কপ্রিয়শপ ঘুরে গেলেন জিএফআর ফান্ডের প্রতিনিধি

প্রিয়শপ ঘুরে গেলেন জিএফআর ফান্ডের প্রতিনিধি

বাংলাদেশের শীর্ষ স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম এবং বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপের নানান কার্যক্রম পরিদর্শন করে গেলেন জিএফআর ফান্ডের প্রতিনিধি জেরেমি লিম।

এসময় তিনি প্রিয়শপ টিমের সাথে দেখা করেন, প্রিয়শপের বিভিন্ন হাব পরিদর্শন করার পাশাপাশি গ্রাহক এবং সরবরাহকারীদের সাথেও দেখা করেন।

জিএফআর ফান্ড বাংলাদেশি বাজারের গতিশীলতা এবং সম্ভাবনার দিকে নজর দিতে আগ্রহী। সফরের সময় তিনি প্রিয়শপের নেতৃত্বাধীন দলের সাথে কোম্পানির বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

জিএফআর ফান্ডের প্রতিনিধি প্রিয়শপের ফুলফিলমেন্ট সেন্টার পরিদর্শন করেন। তিনি গ্রাহকদের সাথেও মতবিনিময় করেন।

প্রিয়শপের সিইও আশিকুল আলম খাঁন বলেন, “জিএফআর ফান্ডের প্রতিনিধির প্রিয়শপ পরিদর্শনে, কার্যক্রম পর্যালোচনায় এবং বাংলাদেশ বাজারের সম্ভাবনা তার সাথে সরাসরি শেয়ার করতে পেরে আমরা আনন্দিত। তার এই সফর দেশিয় বাজারের প্রবল সম্ভাবনার দিকে ইঙ্গিত দেয়।”

প্রিয়শপের প্রশংসা করে জিএফআর ফান্ডের প্রতিনিধি জেরেমি লিম বলেন, “আমাদের বাংলাদেশ সফর অবিশ্বাস্য ছিল। নিজেদের চোখে প্রিয়শপের কার্যক্রম দেখে অনেক ভালো লাগছে। এমবেডেড ফাইন্যান্সের মাধ্যমে সাপ্লাই চেইনে বিপ্লব ঘটানোর এই যাত্রায় প্রিয়শপের পাশে থাকতে পেরে আমরা গর্বিত।”

তিনি আরো বলেন, “আমাদের বাংলাদেশ সফর এখানকার বাজারের সুযোগগুলো সরাসরি দেখার ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে সফল ছিল। এছাড়াও অর্থনীতিতে প্রিয়শপের ভূমিকা, এমবেডেড ফাইন্যান্সের মাধ্যমে সাপ্লাই চেইনে বিপ্লব ঘটানোর পাশাপাশি এবং ক্ষুদ্র-ব্যবসায়ীদের জীবন মান উন্নত ও ক্ষমতায়ন করতে সহায়তা করার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।”

জিএফআর ফান্ড ভারত, আফ্রিকা এবং বাংলাদেশের মতো উদীয়মান বাজারগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে বেশ আগ্রহ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো-ভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল জিএফআর ফান্ড উদীয়মান বাজারে প্রাথমিক পর্যায়ের কোম্পানিগুলোতে বিনিয়োগ করে। উদ্ভাবন এবং বৃদ্ধির উপর কৌশলগত ফোকাস করে জিএফআর ফান্ড দূরদর্শি সকল উদ্যোক্তা ও তাদের কোম্পানিকে বিনিয়োগের মাধ্যমে সহযোগিতা করে থাকে।

প্রিয়শপের এর লক্ষ্য ৫ মিলিয়ন এমএসএমই-এর চাহিদা পূরণ করার জন্য একটি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম তৈরি করা যা ২০ কোটি মানুষকে সেবা দিবে। ইতোমধ্যেই ২০০+ ব্র্যান্ড এবং সরবরাহকারীকে তাদের সাপ্লাই চেইন প্রক্রিয়া সহজ করে ৬৩ হাজার এমএসএমই এর সাথে সংযোগ স্থাপনে সহায়তা করেছে প্রিয়শপ!

infoo.live
infoo.livehttps://infoo.live
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি। বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments