Friday, November 22, 2024
Homeবাজার দরআজকে এক মন ধানের দাম কত ২০২৪

আজকে এক মন ধানের দাম কত ২০২৪

বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয়ে থাকে। বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের মানুষ সবথেকে বেশি ভাত খেয়ে থাকে। আর এজন্যেই এই বাংলাদেশে ধানের উৎপাদন বেশি প্রয়োজন। বাংলাদেশে প্রতিবছর মানুষের জন্য প্রয়োজন হয় ৩ কোটি ৫০ লাখ টন চাল। বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও ধানের উৎপাদন ক্রমশ বাড়ছে। আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে কিছুটা খাদ্য সংকট দেখা দিয়েছে পুরো বিশ্ব বাজারে। আর বাংলাদেশ সরকার দেশের খাদ্য সংকট এড়ানোর জন্য নতুন করে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন।

মাস খানেক আগেও সরকার উদ্যোগ নিয়েছে যে বোরো ধানের উৎপাদন বাড়াতে 170 কোটি টাকা প্রণোদনা দিয়েছে কৃষকদের। বিশ্ব সংস্থার বিশ্বের খাদ্য সংকট নিয়ে আগেই পূর্বাভাস দিয়েছিল। সে পূর্বাভাসের মধ্যে দেশের তালিকার মধ্যে বাংলাদেশেও ছিল। সেজন্য দেশের সরকারকে খাদ্য সংকট এড়াতে ধান উৎপাদনে ব্যাপক উদ্যোগ গ্রহণ করছে। বাংলাদেশের বিভিন্ন ধরনের জাতের ধানের উৎপাদন হচ্ছে প্রতি বছর।

আর এই ধান সম্পর্কিত সকল তথ্য নিয়ে আজকের আলোচনা করা যাচ্ছে এ আর্টিকেলে। আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন আজকের ধানের দাম কত। আজকের ধানের বাজার দর কেমন। বর্তমান বাজারে কত করে কেজি ধান বিক্রি হচ্ছে । এবং কত টাকা মন ধান বিক্রি হচ্ছে তাও জানতে পারবেন আজকের এই পোষ্টে। তাই ধানের সঠিক মূল্য জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ে নিন।

আজকের ধানের দাম

বিশ্ব খাদ্য সংস্থা খাদ্য সংকটের পূর্বাভাস পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছিল। খাদ্য সংকটের বিভিন্ন দেশের তালিকার মধ্যে বাংলাদেশের ও নাম ছিল। আর বিভিন্ন সমস্যার কারণে দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফলে দেশের উৎপাদিত ফসল 10% কম হচ্ছে। তাই বাংলাদেশ সরকার দেশের খাদ্য সংকট দূর করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে ধান উৎপাদনের জন্য।  বাংলাদেশে ২০২১-২০২২ অর্থবছরে ৩৯ দশমিক ১৮ মিলিয়ন টন ধান উৎপাদিত হয়। সবথেকে বোরো ধান বেশি উৎপাদিত হয়। তারপরে উৎপাদিত হয় আমন ও আউশ ধানের জাত। দেশের মোট উৎপাদিত ধানের ৫৫ শতাংশই বোরো ধান। গড়ে বছরে মোট উৎপাদিত ধানের ৩৮ শতাংশ আমন ধান ও ৭ শতাংশ আউস ধান। গত অর্থবছরে ২০ দশমিক ০৯ মিলিয়ন টন বোরো ধান উৎপাদিত হয়েছিল।

বর্তমান ধানের বাজারের পরিস্থিতি

বর্তমান ধানের বাজারের পরিস্থিতি ক্রমশ কমে চলেছে। আর বরাবরের মতো দেশে বিভিন্ন জাতের ধান উৎপাদিত হচ্ছে। আর এই ধান দেশের বিভিন্ন বাজারে সাধারণ মানুষের কাছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। তবে ধানের দাম অনেক কমে আসছে ধীরে ধীরে। কিন্তু চালের দাম অনেক বেশি ।

আর বর্তমানের ধানের দাম হাটে মোটা পারিজা জাতের ধান মণপ্রতি ৫০ থেকে ৬০ আর চিকন কাটারি ও নাজিরশাইল ১০০ টাকা কমে কিনছেন মিলাররা। মহাদেবপুর হাটে প্রতি মণ রোপা আউশ পারিজা চাল ১ হাজার ১৫০ টাকা, নাজিরশাইল ১ হাজার ৪০০ টাকা, কাটারিভোগ ১ হাজার ৪৫০ টাকা এবং সুগন্ধি চিনি আতপ ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

আর দেশের অন্যতম বড় বাজার উত্তরবঙ্গের নওগাঁ জেলার বিভিন্ন দোকানে প্রতি মণ স্বর্ণা-৫ ধান বিক্রি হয়েছে এক হাজার ১৮০ টাকা থেকে এক হাজার ২০০ পর্যন্ত। এ ছাড়া ব্রি-৫১ বিক্রি হয়েছে এক হাজার ১৫০ টাকা থেকে এক হাজার ১৮০ টাকায়। এ ছাড়া গুটি স্বর্ণা বিক্রি হয়েছে এক হাজার ১১০ টাকা থেকে এক হাজার ১৫০ টাকায়। আর দুই সপ্তাহ আগেও গড়ে প্রায় ৫০-১২০ টাকা বেশি ছিল।

আজকের ধানের বাজার দর

গতবছরে ধানের দাম প্রতি কেজি ছিল 27 টাকা কিন্তু এবার প্রতি কেজিতে কয়েক টাকা বেশিতে বিক্রি করা হয়েছে। সে হিসেবে এক মণ ধানের দাম প্রায় ১২০০-১৩০০ টাকা। কিন্তু বাংলাদেশের বিভিন্ন ধরনের বাজারে এক মণ ধান বিক্রি হচ্ছে ১৩০০ টাকা থেকে ১৪০০ টাকা পর্যন্ত। যা প্রতি মনে সরকার ঘোষিত দামের থেকে ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি বিক্রি হচ্ছে।

  • প্রতি কেজি ধান ২৮ টাকা ও চাল ৬০ টাকা
  • প্রতিমণ ১৩০০ থেকে ১৪০০ টাকা ।

১ মন ধানের দাম কত?

বিশেষ করে ধানের মৌসুমী একরকম ধান বেচা কেনার ধুম পড়ে যায়। যাদের তেমন জায়গা জমি নেই তারা চেষ্টা করে ধানের মৌসুমে ধান কিনে ঘরে রাখার। বিশেষ করে গ্রামাঞ্চলে এই ধান বেচাকেনার প্রাদুর্ভাব বেশি দেখা যায়। যাদের জমিজমা নেই কিন্তু ধান কিনতে ইচ্ছুক তাদের সর্বপ্রথম ধানের বাজার দর সম্পর্কে ধারণা নেওয়া উচিত। অনেকে ইন্টারনেটে এক মণ ধানের দাম কত তা জানতে চেয়েছে। সাধারণত ধান সিজনে এবং সিজন ছাড়া দামের অনেক পার্থক্য থাকে। এছাড়াও মৌসুমী এবং মৌসুম ছাড়াও দামের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়।

আপনি কি জানেন বর্তমানে এক মণ ধানের দাম কত কত টাকায় বিক্রি হচ্ছে? সাধারণত গ্রাম অঞ্চলের ভেজা ধানের মূল্য প্রতিমণ প্রায় ৭০০ থেকে ৮০০ টাকা। কিন্তু শহরে দাম কিছুটা বেশি হতে পারে। অপরদিকে শুকনো ধানের দাম গ্রাম অঞ্চলে ১২০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়ে থাকে। ধানের মৌসুম ছাড়া এই ধানের দাম আরো অনেকাংশে বেড়ে যায় এবং সেটি প্রায় ১৫০০ থেকে ১৬০০ টাকা পর্যন্ত হতে পারে।

সর্বশেষ কথা

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের ৮০% মানুষ পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে কৃষি কাজের সাথে জড়িত। তাই আমাদের উচিত কৃষকদেরকে তাদের ন্যায্য মূল্যে ধানের দাম বুঝিয়ে দেওয়া। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে বর্তমান বাজারে ধানের দাম কত এবং এক মণ ধানের দাম কত টাকায় বিক্রি হয় এ সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে আপনি ধানের দাম সম্পর্কে অবগত হতে পেরেছেন। ধান একটি কাঁচাপণ্য সুতরাং যেকোন সময় দামের কিছুটা তারতম্য হতে পারে।

infoo.live
infoo.livehttps://infoo.live
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি। বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments