১ কেজি আখরোট এর দাম কত ২০২৪

অনেকের কাছে নাম জানা অথবা অজানা একটি গুরুত্বপূর্ণ উপাদানের নাম হচ্ছে আখরোট। এই উপাদান থেকে আমিষ এবং অত্যাবশ্যকীয় ফ্যাটি এসিড পাওয়া যায় এই ফল থেকে। আখরোট এক প্রকার বাদাম জাতীয় ফল। এতে থাকা ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্ট, প্রোটিন ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নানাভাবে শরীরের উপকার করে থাকে। বাংলাদেশের অনেক জায়গায় আখরোট ফল বিক্রি করা হয়। তবে খুব কম অঞ্চলের মধ্যেই এই ফল পাওয়া যায়। তাই এর দাম অনেক বেশি। দাম অত্যাধিক বেশি হওয়ার কারণে এটি প্রতি গ্রাম গ্রাম বা কেজি আখরোট বিক্রি করা হয়।

অনেকেই পুষ্টির জন্য আখরোট কিনতে চায়। যেহেতু এটি সব জায়গায় সচরাচর পাওয়া যায় না তাই অনেকেই এর দাম সম্পর্কে ধারণা রাখেন না। এজন্য আজকের পোস্টের বাংলাদেশে আখরোট এর দাম কত এবং ১ কেজি আখরোট কত টাকায় বিক্রি করা হয় তা বিস্তারিত শেয়ার করেছি।

আখরোট এর দাম কত

এক এক সময় আখরোটের দাম এক এক রকম থাকে। অনেকে এই আখরোট কত টাকা করে বিক্রি করা হয় তা জানেন না। তো যারা আখরোটের দাম জানার জন্য গুগলে খুজতেছিলেন, তারা এই পোস্ট থেকে এই ফলের দাম জেনে নিতে পারবেন। আখ্রেত হচ্ছে এক প্রকারের ফল। এই ফল গুলো ওজনের উপর ভিত্তি করে দাম নেওয়া হয়। আপনারা কেজি হিসেবে আখরোট কিনতে পারবেন। এর দাম বেশি হওয়ায় যেকোনো পরিমাপে আখরোট বিক্রি করা হয়। আখরোটের মানের উপর ভিত্তি করে এর দাম নির্ধারিত করা হয়।

সাধারণ মানের আখরোটের দাম ৫০০ থেকে ১০০০ টাকা। ভালো মানের ৫০০ গ্রাম আখরোটের মূল্য ১০০০ টাকা। সেখানে ১০০ টাকা দিয়ে ৫০ গ্রাম আখরোট কিনতে পারবেন। এক সাথে ৫ কেজি আখরোট কিনলে আপনারা কিছুটা কম দামে পেয়ে যাবেন। ৫ কেজি আখরোটের মূল্য ১০০০০ টাকা হলেও, তখন ৯৭০০ থেকে ৯৮০০ টাকায় বিক্রি করা হবে। এটি শুধু পাইকারি মূল্য পাওয়া যাবে।

আখরোট কি এবং কেনো খাওয়া হয়

আমরা সবাই ফল খেয়ে থাকি। সেই ফলের মতো আখরোটও এক ধরনের ফল, যা দেখতে অনেকটা বাদামের মতো। কালো ও বাদামি এই ধরনের আখরোট দেখতে পাওয়া যায়। আখরোট খেলে তা ক্যান্সার, হৃদরোগ সারানোর পাশাপাশি সাহায্য করে মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভালো ঘুমের জন্য আখরোট খাওয়া হয়, হাড় শক্ত করে, ক্যান্সারের ঝুঁকি কমায়, মস্তিষ্কের বিকাশে সাহায্য করে ও হৃদযন্ত্র ভালো রাখে। তাই আপনারা প্রতিদিন কিছু পরিমাণ হলেই আখরোট খাওয়ার চেষ্টা করবেন।

১ কেজি আখরোট এর দাম কত

গ্রাম থেকে শুরু করে কেজিতে আখরোট বিক্রি করা হয়। এর দাম অনেক বেশি হওয়ায় বেশির ভাগ ক্রেতা ২০০ থেকে ২৫০ গ্রাম আখরও কিনতে থাকে। আপনারা ১০০ গ্রাম ভালো মানের আখরোট কিনতে পারবেন ২০০ টাকা দিয়ে। তবে সাধারণ আখরোট গুলো ১০০ গ্রামের দাম ১০০ টাকা। ১ কেজির দাম ৫০০ থেকে ১০০০ টাকা। ৫ কেজির দাম ২৫০০ থেকে ৫০০০ টাকা। ১ কেজি উন্নতমানের আখরোটের দাম ২০০০ টাকা। ২ কেজি আখরোটের দাম ৪০০০ টাকা। আপনি চাইলে ৫০০ গ্রাম আখরোট কিনতে পারবেন। এর দাম নিবে ১০০০ টাকা।

কম দামে আখরোট কিভাবে কিনবেন

যদিও আখরোটের দাম খুব বেশি। তবুও অনেক সময় কম দামে আখরোট বিক্রি করা হয়। বাজারে ২০০০ টাকার আখরোট ১৮৫০ থেকে ১৯০০ টাকার মধ্যেও বিক্রি করা হয়। এর থেকেই আরও কম দামে আপনারা ভালো মানের আখরোট কিনতে পারবেন। এজন্য আপনাকে অনলাইনে অর্ডার করতে হবে। অনেকে অনলাইনের মাধ্যমে আখরোটের ব্যবসা করে থাকে। তারা অনেক সময় কম দামে আখরোট সেল দেয়। ২০০০ টাকার আখরোট ১৬০০ বা ১৭০০ টাকায় বিক্রি করে থাকে। তাই আপনি যদি কম দামে আখরোট কিনতে চান, তাহলে অনলাইন প্লাটফর্ম থেকে কিনতে পারেন। তবে সেখানে ১০০% ভালো মানের আখরোট পাওয়া তা কষ্ট কর।

পাইকারি মূল্য আখরোটের দাম কত

খুব কম মানুষ পাইকারি দামে আখরোট কিনতে থাকে। খুচরা মূল্য প্রতি কেজি আখরোট ২০০০ টাকা বিক্রি করা হলেও, পাইকারিতে এর থেকে কম দামে বিক্রি করা হয়। পাইকারি মূল্য আখরোটের দাম ১৮০০ থেকে ১৮৫০ টাকা। আপনি যদি পাইকারি দামে আখরোট কিনতে চান তাহলে ৫ থেকে ১০ কেজি আখরোট কিনতে হবে। যদি ১ বা ২ কেজি আখরোট কিনতে যান, তাহলে পাইকারি দামে কিনতে পারবেন না।

শেষ কথা

এই পোস্টে আখরোট কি এবং আখরোট কত টাকা বিক্রি করা হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সেই সাথে কম দামে যেভাবে আখরোট কিনবেন তা শেয়ার করেছি। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালো লেগেছে এবং এই পোস্ট থেকে আখরোট এর দাম কত? ১ কেজি আখরোট এর দাম সম্পর্কে জানতে পেরেছেন। যেকোনো সময় আখরোটের দাম কম বা বেশি হতে পারে। তাই আমার দেওয়া দামের সাথে নাও মিলতে পারে। এজন্য এই পোস্টে দেওয়া দাম গুলো শুধু ধারনা নেওয়ার জন্য দেওয়া হয়েছে।