Monday, January 20, 2025
Homeবাজার দরসাইকেল এর দাম কত ২০২৪

সাইকেল এর দাম কত ২০২৪

আজকের পোস্টে কম দামে ভালো সাইকেল এর দাম জানাবো। বাংলাদেশে বেশ কয়েক ব্রান্ডের বাইসাকেল এবং মোটর চালিত সাইকেল পাওয়া যায়। ব্রান্ডের দিক দিয়ে দেশের অন্যতম সাইকেল হচ্ছে ফনিক্স। এরপর সবার জনপ্রিয় ও পছন্দের মডেলিং সাইকেল ব্রান্ড হচ্ছে হিরো। এই ব্রান্ডের জ্বালানি চালিত মোটর সাইকেল বিক্রি করে থাকে। দেশীয় ব্রান্ডের সাইকেল গুলো ৭০০০ থেকে ৮০০০ এর মধ্য বিক্রি করা হয়। চায়না ফনিক্স সাইকেল দাম ১১,০০০ টাকা। তবে অরজিনাল সাইকেল টির মূল্য ১৫, ০০০ থেকে ১৬,০০০ টাকা। যা ২০১৬ থেকে ১৯ সাল পর্যন্ত ৯০০০ টাকায় বিক্রি করা হতো। নিচে আরও বেশ কয়েক মডেলের সাইকেলর দাম, দোকান নাম্বার এবং ঠিকানা নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে দেখেনিন।

সাইকেল দাম কত

মডেল ও ব্রান্ডের দিক থেকে সাইকেলের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বাইসাকেলের দাম ৬০০০ টাকা। ছোটদের সাইকেলের দাম ৪৫০০ থেকে ৫০০০ টাকা। গিয়ার সাইকেলের দাম ১৬,০০০ থেকে ১৮,০০০ টাকা। হিরো সাইকেলের দাম ৮ থেকে ১০ হাজার টাকা। হিরো ব্রান্ডের রাঞ্জারমাক্স সাইকেলের দাম ৯০০০ টাকা। এই রকম আরও অনেক সাইকেল রয়েছে। বর্তমানে ব্যাটারি চালিত বাইসাকেল পাওয়া যায়। যার মূল্য ২২,০০০ থেকে ২৫০০০ টাকা। কিছু কুছু সাইকেলের দাম ১৯,০০০ থেকে ২২,০০০ টাকা। নিচের অংশে বিভিন্ন ব্রান্ডের সাইকেলের দাম দেওয়া আছে।

ফনিক্স সাইকেল দাম

বাংলাদেশেই ফনিক্স সাইকেল তৈরি করা হয়। এই সাইকেলের বিভিন্ন মডেল এবং ডিজাইন রয়েছে। সাইকেলটির বর্তমান মূল্য ১০,০০০ টাকা। নিত্য নতুন আরও কিছু ডিজাইন সাইকেল রয়েছে। যেগুলোর দাম ১২,০০০ টাকা। বাংলাদেশের সকল জেলায় সাইকেলের বিশাল শোরুম রয়েছে। সেখান থেকে আপনার পছন্দের ফনিক্স সাইকেল টি কম দামে কিনতে পারবেন। সাইকেলের মডেল ও দাম নিচে থেকে দেখেনিন।

Price:  12,000
Brand: Phoenix
Item: Bicycle
Seat: Stock
Break: Type Disk
Handle Bar: 640mm
Chain: KMC

Price: 11,500
Brand: Phoenix
Seller: Location Bangladesh
Break: Type Disk
Handle Bar: 60mm Raise Handle Bar
Chain: 86 Links

  1. Phoenix Kool Bicycle 6,999
  2. Phoenix Raptor Bicycle 7,000
  3. Phoenix Impulse Bicycle 6,500
  4.  Phoenix Kubo Bicycle 7,800
  5. Phoenix Tubeless Baby Bicycle 6,500
  6. Phoenix Tornado Steel Frame Bicycle 11,500
  7. Phoenix Hurricane Bicycle  7,500
  8. Phoenix 1600 Bicycle 2021  18,000
  9. Phoenix Cortex Full Alloy Mountain Bicycle 12,000
  10. Phoenix Classic 11,000.00

হিরো সাইকেল দাম কত

এই ব্রান্ডের বিভিন্ন ডিজাইনের সাইকেল রয়েছে। বাচ্চাদের জন্য হিরো সাইকেল আছে, যার দাম ৫০০০ টাকা। হিরো গিয়ার সাইকেলের দাম ১২,০০০ টাকা। ১৪,০০০ টাকার মধ্য হিরো গিয়ার সাইকেল পাওয়া যায়। উন্নতমানের হিরো বাইসাইকেল মূল্য ১৮,০০০ থেকে ২০,০০০ টাকা। কয়কটি হিরো সাইকেলের মডেল ও দাম নিচে দেওয়া আছে। এগুলো দেখেনিন।Lowest Price: 6,500
Brand: Hero
Item: Bicycle
Freewheel: Non-Gear
Break Type: Standard

মোটা চাকার সাইকেল দাম

বর্তমানে মোটা চাকার সাইকেল পাওয়া যাচ্ছে। সাইকেলে গুলো দেখতে অনেকটা সুন্দর এবং চালানোর ক্ষেত্রে চাকার মাধ্যমে ভালো সাপোর্ট পাওয়া যায়। এই জনপ্রিয় বাইসাকেল টির দাম ৫০০০ টাকা। উন্নতমানের সাইকেলে দাম ১১,০০০ টাকা। কিছু সাইকেল ৪৭০০ থেকে ৫৭০০ টাকার মধ্যে। এর চেয়ে আরও বেশি দামের মোটা চাকার বাইসাইকেল রয়েছে যেগুলোর মূল্য  ২০ হাজারের উপরে। ৫০ থেকে ১ লাখ টাকার মধ্যেও এই ধরনের সাইকেল গুলো কিনতে পাওয়া যায়। যেগুলো বাংলাদেশে খুব কম দেখতে পাওয়া যায়। বিদেশিদের কাছে এই দামের সাইকেল গুলো খুব জনপ্রিয়। ছোটদের জন্য মোটা চাকার সাইকেল ৮ হাজার থেকে ১৫ হাজার টাকা। মেয়েদের ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা।

চায়না ফনিক্স সাইকেল দাম

চায়না সকল দিক দিয়েই এগিয়ে রয়েছে। তাদের ডিজাইন করা বাইসাকেল গুলো সকলের খুব পছন্দের। এই কোম্পানি টির ফনিক্স কিছু বাইসাইকেল রয়েছে। যেগুলোর মূল্য ৬০০০ টাকা। বাচ্চাদের ছোট সাইকেলের দাম ৪৫০০ টাকা। মেয়েদের সাইকেলের মূল্য ৪০০০ থেকে ৬০০০ টাকা। চায়না ফনিক্স গিয়ার সাইকেলের মূল্য ১২,০০০ টাকা। সাধারণ সাইকেলের মূল্য ৮০০০ টাকা। উন্নতমানের গিয়ারযুক্ত বাইসাকেলের মূল্য ১৬০০০ টাকা। কিছু সাইকেলের বাজার মূল্য ২০ থেকে ২২ হাজার টাকা। তবে ৬ থেকে ৯ হাজারের মধ্য চায়না ভালো বাইসাকেল কিনতে পারবেন।

দুরন্ত বেবি সাইকেল দাম

বাজারের নতুন একটি ব্রান্ড দুরন্ত বাইসাকেল। বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জন্য প্রতিনিয়ত নতুন ডিজাইনের বাইসাইকেল তৈরি করা থাকে। এই বাইসাইকেল গুলো ডিজাইনের দিক থেকে কিছুটা সেরা হয়। বাংলাদেশেই দুরন্ত বাইসাইকেলের কারখানা রয়েছে। এই বাইসাইকেল গুলোর মূল্য ৫৫০০ টাকা। তবে ৪ থেকে ৫ হাজারের মধ্যে কিছু বাইসাইকেল রয়েছে। দুরন্ত গিয়ার সাইকেলের মূল্য ৯০০০ টাকা। উন্নতমানের গিয়ার সাইকেলের মূল্য ১২ থেকে ১৬০০০ টাকা। সাধারণ সাইকেলের দাম ৮০০০ টাকা।

গিয়ার সাইকেল দাম

বাজারে বেশ কয়েক ব্রান্ডের গিয়ার সাইকেল পাওয়া যায়। এদের মধ্যে ফনিক্স, হিরো, দুরুন্ত ইত্যাদি। ব্রান্ডের উপর এবং সাইকেলের ডিজাইন ও কুয়ালিটির উপর এর মূল্য নির্ভর করে। গিয়ার সাইকেল মূল্য সাধারণত ৮০০০ থেকে শুরু। এগুলো সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। উন্নতমানের গিয়ার সাইকেল গুলো ১২,০০০ থেকে ১৬,০০০ টাকার মধ্যে। ১৮ থেকে ৩০ হাজারের মধ্যেও গিয়ার সাইকেল পাওয়া যাচ্ছে। যেগুলো ডিজাইন এবং কুয়ালিটি অনেক সুন্দর।

  • ফনিক্স গিয়ার সাইকেল ৯০০০ টাকা। উন্নতমানের গিয়ার সাইকেল ১৮ থেকে ৩২ হাজার টাকা।
  • হিরো গিয়ার সাইকেল ১০,০০০ টাকা। কুয়ালিটি সমৃদ্ধ সাইকেল ১৬০ থেকে ২২ হাজার টাকা।
  • দুরন্ত গিয়ার সাইকেল ৭০০০ থেকে ১২০০০ টাকা এবং ১৫০০০ থেকে ১৯০০০ টাকা।

শেষ কথা

নিত্য নতুন আরও অনেক সাইকেল রয়েছে, যেগুলো অনেক দাম। ৮০ থেকে ১ লাখ টাকার মধ্যেও অনেক বাইসাকেল রয়েছে। ব্যাটারি চালিত অনেক সাইকেলের মূল্য ৮০,০০০ থেকে ১,৫০,০০০ টাকার মধ্যে। এই পোস্টে কম দামে যেগুলো ভালো বাইসাইকেল রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে সাইকেলমূল্য সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। ফনিক্স, হিরো সকল ব্রান্ড খুব ভালো মানের গিয়ার বাইসাইকেল,  বাচ্চাদের ছোট বাইসাইকেল তৈরি করে থাকে। এই রকম বাজার দর সম্পর্কিত আপডেট তথ্য জানতে  আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।

infoo.live
infoo.livehttps://infoo.live
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি। বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments