Tuesday, January 21, 2025
Homeবাজার দরগাজী ২ ঘোড়া পাম্পের দাম কত ২০২৪

গাজী ২ ঘোড়া পাম্পের দাম কত ২০২৪

ভূগর্ভস্থ পানি উত্তোলনের জন্য ইলেকট্রিক মটরের বিকল্প নেই। বিদ্যুতের সাহায্যে এসকল মটর চালিয়ে খুব সহজেই পানি উত্তোলন করা যায়। বর্তমান বাজারে বেশ কয়েকটি কোম্পানির তৈরি পাম্প কিনতে পাওয়া যায়। এসকল কোম্পানি গুলর মধ্যে গাজী পাম্প অন্যতম। ১ ঘোড়া বা ২ ঘোড়া পাম্প বাসা বাড়িতে পানি তোলার কাজে ব্যবহার করা হয়। বর্তমান বাজারে ৭০০০ হাজার টাকা থেকে শুরু করে এসকল পাম্প কিনতে পাওয়া যায়। আজকের এই পোষ্টের মাদ্ধমে আপনাদের সাথে গাজী ২ ঘোড়া পাম্পের দাম কত এবং এটি কোথায় থেকে কিনতে পারবেন তা জানাবো।

গাজী পাম্প দাম কত

মটরের মান  ও মডেলের উপরে এর দাম নির্ভর করে। তবে আগের তুলায় বর্তমান সময়ে প্রতি মটরের দাম ২ থেকে ৩ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। শুধু গাজী মোটরের দাম বৃদ্ধি পায়নি। বাজারে সকল ব্রান্ডের মোটরেই ১৫০০ থেকে ২০০০ টাকা মূল্য বেড়েছে। এই ব্রান্ডের মোটর ১ ঘোড়া ৬০০০ থেকে ৮০০০ টাকার মধ্যে বিক্রি করা হয়। হাফ ঘোড়া মোটর ৫ থেকে ৬ হাজারে পাওয়া যায়। যেখানও অন্য ব্রান্ডের মোটর ৬ হাজারের মতো বিক্রি করা হচ্ছে। ৩ ঘোড়া গাজী মোটর বিভিন্ন দোকানে কিনতে পারবেন। যার দাম ২০ হাজারের মধ্যে হবে। সেচ কাজে ব্যবহার যোগ্য গাজী মোটর রয়েছে। যেগুলোর দাম ২৫,০০০ হাজারেও উপরে।

গাজী ২ ঘোড়া পাম্পের দাম কত

এই মোটর টি স্বাভাবিক ভাবেই যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন। অনেক গভীরতা থেকে পানি উত্তোলন করতে সক্ষম এই মোটর টি। ৫ থেকে ৬ তলা পর্যন্ত উপরে কোনো সমস্যা ছারাই পানি সরবরাহ করতে পারবেন গাজী ২ ঘোড়া পাম্প দিয়ে। তবে মোটর টির দাম অনেক তা বেশি। প্রত্যেক দোকানে গাজী ২ ঘোড়া ওয়াটার পাম্প ১৪ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়। ১৫০০০ হাজারের মধ্যেই মোটর টি কিনতে পারবেন। উন্নতমানের ২ ঘোড়া গাজী মোটরের দাম ১৫,০০০ টাকা।

গাজী মটর এক ঘোড়া দাম কত

সাধারণ কাজের ক্ষেত্রে এক ঘোড়া মোটর ব্যবহার করা সুবিধাজনক এবং অনেক সাশ্রয়ী। এই মোটরের সাহায্য ৪ থেকে ৫ তলা পর্যন্ত পানি উত্তোলন করা যাবে স্বাভাবিক ভাবে। অনেক গভীর থেকে মোটর টি পানি তুলতে সাহায্য করে। তবে সেটা ২ ঘোড়া মোটরের থেকে একটু কম। গাজী পাম্প ১ ঘোড়ার দাম ৫,২০০ টাকা। ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যে গাজী পাম্প পাওয়া যায়। উন্নতমানের এই ১ ঘোড়া মোটরের দাম ৮০০০ থেকে ১০,০০০ টাকা। সাধারণ মানের ওয়াটার পাম্প টি ৬, ৭ হাজারের মধ্যে কিনতে পারবেন।

মোটর ১ঃ 

  • ব্রান্ড : গাজী
  • ওয়ারেন্টি : ১ বছর
  • মডেল :  TJSW-10 মি
  • উৎপত্তি স্থল : তাইফু, চীন
  • হর্সপাওয়ার : ১ এইচপি
  • ডেলিভারি লাইন : ১ ইঞ্চি
  • ভোল্টেজ, বৈদ্যুতিক একক বিশেষঃ ২২০ ভোল্ট
  • জল বিতরণ : ১০-২০ লিটার

মোটর ২ঃ 

ব্রান্ডঃ গাজী
মডেল –  TJSW-100XL (আল্ট্রা)
উৎপত্তি স্থল – তাইফু, চীন
ওয়ারেন্টি – ১ বছর
হর্সপাওয়ার :  ১ এইচপি
ভোল্টঃ ২২০
জল বিতরণ : ১০-৭০ লিটার
শক্তির উৎস : বৈদ্যুতিক

গাজী ১.৫ ঘোড়া পাম্পের দাম কত

১  ও ২ ঘোড়া পাশা-পাশি ১.৫ ঘোড়া মোটর তৈরি করেছে গাজী কোম্পানি। গাজী ১. ৫ ঘোড়া মোটরের দাম ১০,০০০ টাকা। সাধারণ মোটরের দাম ৮ থেকে ৯ হাজার টাকা। উন্নতমানের গাজী মোটর সকল দোকানে বিক্রি করা হয়। এর দাম অনেক তা বেশি। মানসম্মত গাজী ১.৫ ঘোড়া মোটরের দাম ১২,০০০ টাকা। তবে সাধারণ মানের মোটর টি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন।

গাজী সাবমারসিবল পাম্প দাম কত

একে মিনি পাম্প ও বলা হয়। খুব দ্রুত পানি উত্তোলন করা যায় এই পাম্পের মাধ্যমে। গাজী সাবমারসিবল পাম্প দাম ৯০০০ টাকা। ২০ থেকে ১৬০০ হাজারের মধ্যেও এই পাম্প টি বিক্রি করা হয়। গাজী সাবমারসিবল পাম্প দাম সম্পর্কে নিচে থেকে বিস্তারিত দেখেনিন।

মোটর ১ঃ

  • দামঃ ৮৩০০ টাকা
  • মডেলঃWP3SDM 2.5/8-0.33
  • ০.৩৩ এইচপি গভীর কূপ সাবমার্সিবল পাম্প
  • ১০০% কপার উইন্ডিং
  •  নিরাপদ বিদ্যুৎ সরবরাহের জন্য উচ্চ-কর্মক্ষমতা নিয়ন্ত্রণ বাক্স
  •  অপারেটিং ভোল্টেজ: ১৮০-২৪০

মোটর ২ঃ

  • দামঃ ৮৮০০ টাকা
  • মডেলঃ WP3SDM 3.5-8-0.5
  • ০.৫ এইচপি গভীর কূপ সাবমার্সিবল পাম্প
  • ১০০% কপার উইন্ডিং
  •  নিরাপদ বিদ্যুৎ সরবরাহের জন্য উচ্চ-কর্মক্ষমতা নিয়ন্ত্রণ বাক্স
  •  অপারেটিং ভোল্টেজ: 180 – 240 V(ac), 50Hz-
  • রেটেড পাওয়ার: 0.5hp (0.37 KW)

ছোট মটরের দাম কত

গাজী ব্রান্ডের ছোট ছোট মোটর রয়েছে। গাজী ছোট মোটরের দাম ১৪,০০০ টাকা। এর চেয়ে অনেক বেশী দামেও ছোট মোটর বিক্রি করা হয়। ভালোমানের মোটর গুলোর দাম ৩৩,০০০ টাকা। যেগুলো সেচ কাজে ব্যবহার করা যায়। আরেক মডেলের মোটরের দাম ৩৬,০০০ টাকা। উন্নতমানের ছোট মোটর গুলোর দাম ৩৬,০০০ টাকা।

গাজী ৩ ঘোড়া পাম্পের দাম কত

বিভিন্ন দোকানে গাজী ৩ ঘোড়া পাম্পের দাম অনেকটা বেশি। এই ৩ ঘোড়া পাম্প দিয়ে বিভিন্ন ভারি কাজে ব্যবহার করতে পারবেন। অনেক দীর্ঘতম গভীরতা থেকে খুব সহজে পানি উত্তোলন করা যায়। তাই এই মোটর টি জমিতে সেচ কাজের জন্য ব্যবহার করা হয়।  গাজী ৩ ঘোড়া মোটরের দাম ৩৩,০০০ টাকা।  ৩৬,০০০ হাজার টাকায় ভালোমানের মোটর কিনতে পারবেন।   ৪৭,০০০হাজার এর মধ্যেও অনেক মানসম্মত ৩ ঘোড়া মোটর বিক্রি করা হয়।

শেষ কথা

বিভিন্ন সময় গাজী মোটরের দাম পরিবর্তন হতে পারে। তাই আমার দেওয়া দাম অনুযায়ী মোটর গুলো কিনতে পারবেন না। এই পোস্টে গাজী ব্রান্ডের সকল মোটর গুলোর মডেল ও দাম সম্পর্কে সম্পূর্ণ তথ্য শেয়ার করেছি। আশা করছি এই পোস্ট থেকে গাজী ২ ঘোড়া পাম্পের দাম কত? গাজী মিনি মোটরের দাম এবং গাজী মোটরের বর্তমান দাম সম্পর্কে জানতে পেরেছেন। এই রকম বাজার দর সম্পর্কে আপডেট তথ্য জানতে আমার সাথেই থাকবেন। প্রতিনিয়ত বাজার দর নিয়ে এই ওয়েবসাইটে আপডেট তথ্য শেয়ার করে থাকি। পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

infoo.live
infoo.livehttps://infoo.live
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি। বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments