পাইকারি ডিমের দাম কত? আবারো নতুন করে বৃদ্ধি পেয়েছে ফার্মেরে ডিমের দাম। প্রতি হালি ডিমের দাম বেড়েছে ২ টাকা। বর্তমানে ১ হালি ডিমের দাম ৪৫ টাকা। কিছু দিন আগে ৪০ টাকায় ১ হালি ফারমের মুরগির ডিম বিক্রি করা হতো। এদিকে প্রতি কেজি মুরগির দাম বেড়েছে ২০ টাকা। ১৬০ টাকার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। সে সাথে মুরগির খাবার বস্তার দাম বেড়েছে।
কাজী ফার্মস ডিমের দাম কত টাকা হয়েছে তা পোস্টের নিচে আলোচনা করা হয়েছে। ডিমের দাম আবারো বৃদ্ধি পেতে পারে যেকোনো সময়। দেশি মুরগির ডিমের দাম ফারমের মুরগির ডিমের দাম থেকে ১০ টাকা বা ২০ টাকা বেশি হয়েছে। এই পোস্টে আরও জানাবো আজকের ডিমের দাম কত? ১ হালি ডিমের দাম এবং দেশি মুরগির ডিমের ক্যাচ কত টাকা। সে পর্যন্ত আমার সাথেই থাকুন।
পাইকারি ডিমের দাম কত
স্থানীয় বাজারে ডিমের হালি ৪০ টাকা করে। পাইকারি ডিমের দাম ৩৮ টাকা হালি। দোকানে খুচরা বিক্রি করা হচ্ছে ৪০ টাকায়। প্রতি পিচ ফারমের ডিমের দাম ১০ টাকা। লাল ডিমের দাম ৪০ টাকা হালি। সাদা ডিমের দাম ৩৬ টাকা হালি। লাল ও সাদা ডিমের মধ্যে হালিতে ৪ টাকা ব্যবধান রয়েছে। ১খাচি বা ক্যাচ ডিমের দাম ৩০০ টাকা। আগের ১ ক্যাচ ডিমের দাম ছিলো ২৮০ টাকা। কয়ক দিনে ২০ টাকা ডিমের মূল্য বেড়েছে। পাইকারি ১ ক্যাচ ডিমের মূল্য ২৯০ টাকা। তবে খুচরা দামে ৩০০ তাকাই বিক্রি করা হচ্ছে। ২০১৭-১৮ সালের সময়ে ডিমের পাইকারি মূল্য ছিলো ২০০ থেকে ২২০ টাকা। আজকে তার আকাশ-পাতাল ব্যবধান রয়েছে।
আজকে ডিমের দাম
১ হালি ডিমের দাম ৪০ টাকা। আজকে ১ টি ডিমের দাম ১০ টাকা। সাধা ডিমের প্রতি পিচের মূল্য ৯ টাকা। ৫ হালি ডিমের দাম ২০০ টাকা। ১০ টি ডিমের দাম ১০০ টাকা। পাইকারিতে ১০ টি ডিমের আজকের মূল্য ৯৭ টাকা। ১ খাচি লাল ডিমের আজকের দাম ৩০০ টাকা। কিছু আগে এই ডিমের মূল্য ছিলো ২৯০ টাকা। কয়কদিনে ২০ থেকে ৩০ টাকা ডিমের দাম বেড়েছে।
কাজী ফার্মস ডিমের দাম
ব্যবসা প্রতিষ্ঠানের দিক থেকে উন্নতমানের ডিম পাওয়া যায় এই ফার্মে। কাজী ফার্মস ডিমের দাম ৩৩০ টাকা ক্যাচ। ১ হালি কাজি ফার্মের ডিমের দাম ৪৪ টাকা। ৫ হালি কাজি ফার্মের ডিমে আজকের মূল্য ২২০ টাকা। কাজি ফার্মের ১ টি ডিমের মূল্য ১১ টাকা। অন্যান্য ডিমের মূল্য ১০ বা ৯ টাকা। এই ফার্ম থেকে প্রতিদিন পাইকারি ও খুচরা ডিম বিক্রি করা হয়। দেশের বিভিন্ন স্থানে এই ফার্মের মুরগির ডিমের চাহিদা রয়েছে। ডিম গুলো আকারে অনেক বোর হয়ে থাকে। তাই ডিমের মূল্য সাধারণ ডিমের থেকে কিছুটা বেশি হয়ে থাকে।
১ হালি ডিমের দাম কত
এক হালি ডিমের দাম ৪০ টাকা। কাজি ফার্মের ১ হালি ডিমের দাম ৪৪ টাকা। পাইকারি ১ হালি ডিমের দাম ৩৮ টাকা। লাল মুরগির ১ হালি ডিমের মূল্য ৪০ টাকা। আগে এই ডিমের দাম ছিলো ৩৫ থেকে ৩৮ টাকা। কিছু দিনের মধ্যেও প্রতি হালি ডিমে ৩ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। সাদা ডিমের প্রোত হালি মূল্য ৩৬ টাকা। পাইকারি মূল্য ৩৫ টাকা।
লেয়ার মুরগির ডিমের দাম
লাল মুরগিকে লেয়ার মুরগি বলা হয়। এই মুরগির ডিমও লাল হয়। সাদা ডিমের থেকে লাল ডিম অনেকটা বড় এবং খোসা মোটা হয়ে থাকে। লেয়ার মুরগির ডিমের দাম ৩১০ টাকা। ১ হালি লেয়ার মুরগির ডিমের দাম ৪২ টাকা। ১ টি লেয়ার মুরগির ডিমের মূল্য ১১ টাকা। এই মুরগির দাম অঙ্কটা বেড়েছে। ২২০ টাকা কেজিতে লাল লেয়ার মুরগি বিক্রি করা হচ্ছে। কোনো কোনো এলাকায় ২০০ টাকায় বা ২৫০ টাকার মধ্য লেয়ার মুরগি বিক্রি করা হয়।
পাকিস্তানে ডিমের দাম
১ কেজি পাকিস্তানি মুরগির দাম ১০০০ টাকা। ডিমের দামও অনেকটা বেশি। পাকিস্তানি ১ টি ডিমের দাম বাংলাদেশি টাকায় ৪২ টাকা। পাকিস্তানে ১ ডিমের দাম ৩০ রুপি। ১ হালি ডিমের দাম ১২০ রুপি। পাকিস্তানে এক ডজন ডিমের ৩৫০ রুপি। শিতের মৌসুমে পাকিস্তানে ডিমের চাহিদা বেশি পরিমাণ হয়েছে। যার ফলে ডিমের দাম অত্যাধিক পরিমাণে বেড়েছে।
দেশি মুরগির ডিমের দাম
অ্যাডাম বেড়েছে প্রতি টি দেশি মুরগির দামে। আগের দামে ৪০ টাকা হালিতে দেশি মুরগির ডিম বিক্রি করা হতো। বর্তমান সময়ে ১ হালি দেশি মুরগির ডিমের দাম ৫০ টাকা। অনেক জায়গায় ৫৫ থেকে ৬০ টাকা হালিতে দেশি মুরগির ডিম বিক্রি করা হচ্ছে। যেগুলোর সাইজ সাধারণ ডিমের তুলনায় অনেকটা বেশি। ১ ক্যাচ দেশি ডিমের দাম ৩৭৫ টাকা। ১ টি দেশি মুরগির ডিমের মূল্য ১৩ টাকা। সবার পছন্দের একটি ডিম হচ্ছে আমাদের বাংলাদেশের দেশি মুরগির ডিম। যার গুন গত মান অনেক বেশি।
শেষ কথা
আবারো প্রতি হালি ডিমের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেকোনো সময় ডিমের দাম কম বা বেশি হতে পারে। আশা করছি আজকের পোস্ট থেকে পাইকারি ডিমের দাম কত তা জানতে পেরেছেন এবং দেশি ডিমের দাম এবং ১ হালি ফার্মের ডিমের ডা, সম্পর্কে জানতে পেরেছেন। প্রতিদিনের বাজার দর সম্পর্কিত আপডেট তথ্য জানতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটে প্রতিনিয়ত বাজার সম্পর্কিত আপডেট তথ্য শেয়ার করে থাকি।