Saturday, January 18, 2025
Homeবাজার দররেডমি মোবাইলের দাম কত ২০২৪

রেডমি মোবাইলের দাম কত ২০২৪

বিশ্ববাজারে অন্যতম জনপ্রিয় মোবাইল কোম্পানিগুলোর মধ্যে শাওমি কোম্পানিটি একটি। বিশেষ করে তরুণ প্রজন্মের গ্রাহকেরা শাওমি কোম্পানির তৈরি রেডমি সিরিজের মোবাইল বেশি ক্রয় করে থাকে। মোটামুটি বাজেটের মধ্যে এই সিরিজের মোবাইল গুলো অত্যন্ত উচ্চমানের হার্ডওয়্যার ব্যবহার করা হয়। বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন দামের মোবাইল কিনতে পাওয়া যায়। যার কারণে অনেকেই ইন্টারনেটে বর্তমানে রেডমি মোবাইলের দাম কত টাকা জানতে চেয়ে থাকে।

বিভিন্ন মডেলের রেডমি সিরিজের মোবাইলের দাম বিভিন্ন রকম হয়ে থাকে। বর্তমানে redmi 13 সিরিজের স্মার্টফোন বাজারে চলে এসেছে। যা বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আপনি যদি সম্প্রতি xiaomi কোম্পানির তৈরি redmi সিরিজের মোবাইল কিনতে চান তাহলে ১৩ সিরিজের মোবাইল কিনতে পারেন। আপডেট মডেলের মোবাইল গুলোর দাম অন্যান্য মডেলের তুলনায় কিছুটা বেশি হয়ে থাকে।

রেডমি মোবাইলের দাম

১ থেকে শুরু করে ৪,৬,৮ ও ১২ জিবি এর রেডমি মোবাইল রয়েছে। ৫০০০ থেকে ৭০০০ টাকার মধ্যে ১ ও ২ জিবি র‍্যামের মোবাইল পাওয়া যায়। বাজারে বিভিন্ন দোনাকে রেডমি ফোন রয়েছে। এই দামের মোবাইল দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন না। এদিকে রেডমি এর ৩ জিবি র‍্যামের একটি মোবাইলের মূল্য ১২ থেকে ১৮০০০ টাকা। ১৫ বা ১৬০০০ হাজারের মধ্যে ৩ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রোম এর মোবাইল পাওয়া যাচ্ছে। যেখানে ব্যাটারি রয়েছে ৫০০০ mah এর। সাথে ১৮ বা ৩৩ w এর মোবাইল চার্জার। ৪ জিবি র‍্যামের একটি ভালো মানের রেডমি মোবাইলের মূল্য ২২ থেকে ৩০ হাজার টাক। ২৫০০০ টাকার মধ্যেও সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ ৪-৬৪ বা ৪-১২৮ মোবাইল পাওয়া যাচ্ছে।

বাংলাদেশে শাওমি মোবাইলের দাম কত

শাওমি এবং রেডমি একই কোম্পানির ফোন। এই কোম্পানির কয়েকটি গ্রুপ রয়েছে। আরেকটি হচ্ছে পোকো। এই রেডমি ও পোকো শাওমি কোম্পানি দ্বারা পরিচালিতও। এই কোম্পানিটির গ্লোবাল ব্যবসা রয়েছে। এই মোবাইলে উন্নতমানের সফটওয়্যার ও হার্ডওয়ার ব্যবহার করে থাকে। এখন পর্যন্ত শামির উন্নতমানের মোবাইলে miui 14 ব্যবহার করা হয়। যা ৩০০০০ হাজার টাকার ফোনের মধ্যে পাওয়া যায়। ১৫-২০ হাজার টাকার ফোনে miui 13 ব্যবহার করা হয়। Xiaomi 12 Pro এই মডেলের ফোনের দাম ৮/২৫৬ ৮৯৯০০ টাকা এবং ১২/২৫৬ ৯৭৯৯০ টাকা। রেডমি ফোনের দিক থেকে বর্তমানে বেশ জনপ্রিয় মডেল হচ্ছে Redmi 10c। ৪/৬৪ এর দাম ১৪৯৯৯ টাকা এবং ৪/১২৮ এর দাম ১৫৯৯৯ টাকা।

বাজারে বর্তমানে রেডমি সিরিজের রেডমি ১৩  মোবাইল চলে এসেছে। আপনার বাজেট যদি ২০ হাজার টাকার উপরে হয়ে থাকে তাহলে আপনি এই মডেলের মোবাইল কিনতে পারবেন।

রেডমি 4 64 দাম কত

বাজারে বিভিন্ন মডেলের মোবাইল পাওয়া যাচ্ছে। এর দাম নির্ভর করে এর কুয়ালিটির উপর। অনেক ৪/৬৪ মোবাইল ১২০০০ টাকাও পাওয়া যায়। তবে এই মোবাইল দিয়ে উচ্চ মানের কোনো কাজ করা সম্ভব নয়। সাধারণত ২০,০০০ টাকার মধ্যে অনেক ৪/৬৪ এর মোবাইল রয়েছে। এই মোবাইল দিয়ে যেকোনো কাজ করা সম্ভব হবে। আপনার বাজেট যদি ১২ হাজার টাকা থেকে ১৫০০০ টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে আপনি এই বাজেটে শাওমি কোম্পানির redmi সিরিজের 4 gb রেম এবং ৬৪ জিবি স্টোরেজার একটি মোবাইল কিনতে পারবেন।

রেডমি ফোনের দাম বাংলাদেশ

এখানে নতুন কয়েকটি রেডমি ফোন সম্পর্কে আলোচনা করা হয়েছে। মোবাইলের দাম ২০ থেকে ৪০ হাজারের উপরে। মোবাইল গুলোতে ৪ থেকে ৮ জিবি র‍্যাম রয়েছে। ফোণ মেমরি ২৫৬ জিবি পর্যন্ত। মোবাইলের মডেল ও  দাম বিশেদ বিবরণ সহ দেওয়া আছে। ২০২৪ সালের নতুন দামে বাজারের সেরা ফোন দেখেনিন।

শাওমি রেডমি ১০ প্রো

ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি
মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
র‍্যামঃ ৬জিবি
স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
ব্যাটারিঃ ৫০২০মিলিএম্প

শাওমি রেডমি নোট ১০এস

ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৫
মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
র‍্যামঃ ৪জিবি/৬জিবি
স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

শাওমি রেডমি ১০ প্রো ম্যাক্স

ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি
মেইন ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
র‍্যামঃ ৬জিবি/৮জিবি
স্টোরেজঃ ১২৮জিবি
ব্যাটারিঃ ৫০২০মিলিএম্প

শাওমি মি ১১ লাইট

ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চি
প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি
মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
র‍্যামঃ ৬জিবি/৮জিবি
স্টোরেজঃ ১২৮জিবি
ব্যাটারিঃ ৪২৫০মিলিএম্প

শাওমি মি ১১এক্স

ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০
মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
র‍্যামঃ ৬জিবি/৮জিবি
স্টোরেজঃ ১২৮জিবি
ব্যাটারিঃ ৪৫২০মিলিএম্প

রেডমি নতুন ফোন ২০২৪ দাম

প্রতিনিয়তই শাওমি মোবাইল কোম্পানি কর্তৃক redmi সিরিজের নতুন নতুন মডেল বাজারে নিয়ে আসছে। আমাদের মাঝে অনেকেই তার হাতে থাকা পুরাতন ফোনটি বদলিয়ে নতুন একটি মোবাইল কিনতে চায়। নতুন মোবাইল কিনতে হলে আপনাকে শুরুতেই রেডমি নতুন মডেলের ফোন গুলোর দাম কেমন তা জানতে হবে। নিচের লিস্টে বর্তমানে রেডমি নতুন ফোনের দাম এবং মডেল উল্লেখ করেছি।

  • Xiaomi Redmi Note 12 Pro 4g Price      :  40,000 Taka
  • Xiaomi Redmi Note 12S Price                :  35,000 Taka
  • Xiaomi Redmi Note 12 4g Price             :  20,500 Taka
  • Xiaomi Redmi A2+ Price                         :  15,000 Taka
  • Xiaomi Redmi K60E  Price                       :  35,000 Taka
  • Xiaomi Redmi A1+ Price                         :  11,999 Taka
  • Xiaomi Redmi 10A  Price                         :  12,999 Taka
  • Xiaomi Redmi Note 11S Price                 :   29,999 Taka

শেষ কথা

বাজারে কম দামের মধ্যে ২ জিবি র‍্যামের ফোন ৯০০০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ভালো মানের একটি ফোন ১৬০০০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এই পোস্টে রেডমি ফোনের মূল্য সম্পর্কে ধারনা দেওয়া হয়েছে। এর চেয়ে বেশি দামেও অনেক মোবাইল বিক্রি করা হচ্ছে। তবে সকল মোবাইলের দাম ২০০০ টাকার মতো বৃদ্ধি পেয়েছে। আশা করছি এই পোস্ট থেকে রেডমি মোবাইলের দাম সম্পর্কে জানতে পেরেছেন। দাম সম্পর্কিত আরও পোস্ট পেতে এই ওয়েবসাইটের সাথেই থাকুন।

infoo.live
infoo.livehttps://infoo.live
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি। বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments