Thursday, November 21, 2024
Homeবাজার দরআর এফ এল সাবমারসিবল ওয়াটার পাম্প এর দাম কত ২০২৪

আর এফ এল সাবমারসিবল ওয়াটার পাম্প এর দাম কত ২০২৪

আধুনিক যুগে সবাই এখন পানি উত্তোলন করার জন্য মটর ব্যবহার করে অথবা সাবমারসিবল ওয়াটার পাম্প ব্যবহার করে। সাবমারসিবল ওয়াটার পাম দিয়ে আপনি বাসা বাড়িতে অথবা দরকারি কোন কাজে এবং ফুলের বাগানে পানির সেচ দিতে পারবেন। আরএফএল সাবমারসিবল ওয়াটার পাম দিয়ে মাটির গভীরতা থেকে বিশুদ্ধ পানি উত্তোলন করা যায়। এবং সাবমারসিবল পাম্প ব্যবহার করলে পানির গতি অনেকটাই বেশি পাওয়া যায়। 

অনেকে আছে বর্তমান সাবমারসিবল ওয়াটার পাম্প কিনতে চায়। কিন্তু বর্তমান সময়ে সব জিনিসের দাম বৃদ্ধি হওয়ার কারণে কোন জিনিস কিনতে চাইলে অনলাইন এ দাম খুঁজে থাকেন। যারা আর এফ এল সাবমারসিবল পাম্প এর বর্তমান দাম খুঁজতেছেন। আপনি আমাদের এই পোষ্ট পড়ে আর এফ এল সাবমারসিবল ওয়াটার পাম্প এর দাম কত জেনে নিন। আমাদের পোস্ট এ কয়েক ধরনের আরএফএল সাবমারসিবল ওয়াটার পাম্পের দাম জানানো হয়েছে। আপনার সাবমারসিবল পাম্প এর দাম জানতে হলে পোষ্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

আর এফ এল সাবমারসিবল ওয়াটার পাম্প এর দাম

বাংলাদেশ আর এফ এল সাপমারসিবল ওয়াটার পাম কয়েকটি ধরনের রয়েছে। আপনার কাজের অনুযায়ী আর এফ এল ওয়াটার পাম্প কিনতে হবে। আর এফ এল সাবমারসিবল ওয়াটার পাম্প অনেকটাই  বাংলাদেশের জনপ্রিয়তা অর্জন করেছে। এবং আর এফ এল ওয়াটার পাম্পগুলো অনেক ভালো সার্ভিস দেয়। আপনি যদি আর এফ এল ওয়াটার সাবমারসিবল পাম্প কিনতে চান তাহলে সর্বনিম্ন ৪,৪৫০ টাকা থেকে শুরু করে ১২,৮৬৫ টাকা পর্যন্ত বাজেট রাখতে হবে।

সাবমারসিবল পাম্পের দাম কত ২০২৪

আপনার যদি ফসলি জমি থাকে সাবমারসিবল পাম্প ব্যবহার করে  সে জমিতে পানির শেচ দিতে পারবেন। সাবমারসিবল পাম্প দিয়ে প্রতি গভীর থেকে পরিষ্কার পানি উত্তোলন করা সম্ভব। এবং বাসা বাড়িতে ছোট আরএফএল সাপমারসিবল পাম্প ব্যবহার করে আপনি গোসলের পানি উত্তলন করতে পারবেন। আগের বছরের তুলনায় এই বছর দ্রব্যমূলের দাম বৃদ্ধি হওয়ার সাথে সাথে সাবমারসিবল পাম্প এর দাম অনেকটাই বৃদ্ধি হয়ে গেছে। এজন্য অনেকেরই নতুন সাবমারসিবল পাম্পের দাম জানা নেই। বর্তমান সাবমারসিবল পাম্প এর দাম ৭ হাজার থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত রয়েছে। এবং কি কিছু সময়ে দোকানে এই দাম থেকে একটু কম বেশি হতে পারে।

আর এফ এল ১ ঘোড়া ওয়াটার পাম্পের দাম কত

অনেকেরই ফুলের বাগান এবং কিছু শাক সবজি চাষ করে থাকে। সেখানে পানির সেচ দিতে চাইলে আপনাকে অবশ্যই এক ঘোড়া আরএফএল ওয়াটার পাম্প কিনতে হবে। কারণ আপনি যদি হাতে পানি দিতে চান তার অনেক কষ্টকর হয়ে যাবে এবং কি পানি সেচ বেশি ভালো হবে না। এবং বাসা বাড়িতে গোসল করা বাপ অন্য প্রয়োজনীয় কাজে পানি ব্যবহার করতে হয়। এবং ট্যাংকিতে পানি তুলতে হয় সে ক্ষেত্রে আপনাকে এক ঘরা ওয়াটার পাম্প কিনতে হবে। বর্তমান আরএফএল ১ ঘোড়া ওয়াটার পাম্পের বাজার মূল্য ৯০৮০ টাকা থেকে ৯৫৫০ টাকা মধ্যে পেয়ে যাবেন।

০.৭৫ ( পনে এক) ঘোড়া আর আরএফএল পানির পাম্পের দাম কত ?

কিছু ফ্যামিলিতে মানুষের সংখ্যা কম। তাদের বাসা বাড়িতে ছোট (পনে ১ ঘোড়া) পানির পাম্প হলেই যথেষ্ট। কারণ সারাদিন তাদের কোন ভারি কাজ করতে হয় না। ছোট মটর দিয়েই অনেক বেশি পানি উত্তোলন করা যায়। আরএফএল পানির পাম্পগুলো বাংলাদেশে অনেক মানুষ ব্যবহার করে থাকে। এবং বর্তমান সময়ে সবার কাছে অন্যান্য কোম্পানির থেকে আর এফ এল এর কোম্পানির চাহিদা দিন দিন বৃদ্ধি হচ্ছে। এবং কি চাহিদা অনুসারে আরএফএল পানির পাম্পের দামটা ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে। বর্তমান সময়ে আপনি যদি ছোট ০.৭৫ (পনে ঘোড়া) মোটর কিনতে হলে আপনাকে সর্বনিম্ন ৭৬৫৫ টাকা থেকে ১১,৪০০ টাকা পর্যন্ত রয়েছে। আপনাদের সাথে একটা ওয়ারটার পাম্পের মডেল ও বিস্তারিত তথ্য তুলে ধরেছি।

  • কোডঃ ৮০১৩৬৫
  • দামঃ ৭,৬৫৫ টাকা।
  • RFL ওয়াটার পাম্প সেন্ট্রিফুগাল Wp-1″ X1″ -0.75HP (XpTm 1B-E)
  • পাওয়ার (HP): ০.৭৫ হর্স পাওয়ার
  • শক্তি (kw) ০.৫৬ কিঃমিঃ 
  • ভোল্টেজঃ (এক ফেজ) ২২০ ভোল্ট।

০.৫ (হাফ) ঘোড়া আর আরএফএল পানির পাম্পের দাম কত ?

হাফ ঘোড়া হলো আরএফএল কোম্পানির একদম ছোট একটি পাম্প। এই ছোট পাম্প দিয়ে আপনি খুব গভীর থেকে পরিষ্কার পানি উত্তলন করা সম্ভব। এই ০.৫ বলতে হাফ ঘোড়া আর এফ এল ওয়াটার পাম্প ছোট বাসা বাড়িতে বেশি ব্যবহার করে। বর্তমান সময়ে আপকোর আরএফএল পানির পাম্পের দাম অনেকটাই বেশি। আপনি বাজারে আরএফএল কোম্পানির মটরের কোন দোকান থিকে সহজেই সংগ্রহ করতে পারবেন। বর্তমান আরএফএল ০.৫ (হাফ ঘোড়া) পানির পাম্প এর বাজার মুল্য ৪,৪২০ টাকা থেকে ৭,০৫০ টাকা। কিছু সময় দোকানে পরিচিত লোক থাকলে দাম একটু কম বেশি করে কিনতে পারবেন। 

০১

  • কোডঃ ৮৫০০১
  • দামঃ ৪,৪২০ টাকা।
  • ব্র্যান্ডঃ আর এফ এল
  • মডেলঃ আর এফ এল ওয়াটার পাম্প সেন্ট্রিফুগাল Wp- 1″ X1″-0.5HP (RPM 60-1)
  • পাওয়ারঃ ০.৫ হর্স পাওয়ার। 
  • শক্তিঃ ০.৩৭ কিঃ ওঃ
  • ভোল্টেজঃ (এক ফেজ) ২২০ ভোল্ট 

০২

  • কোডঃ ৮৫০০৭
  • দামঃ ৭,০৫০ টাকা
  • ব্র্যান্ডঃ আর এফ এল 
  • মডেলঃ আরএফএল ওয়াটার পাম্প সেন্ট্রিফুগাল Wp- 1″ X1″-0.5HP (RSJ 1CE)
  • পাওয়ারঃ ০.৫ হর্স পাওয়ার। 
  • শক্তিঃ ০.৩৭ কিঃওঃ 
  • ভোল্টেজঃ (এক ফেজ) ২২০ ভোল্ট

মিনি ওয়াটার পাম্পের দাম

কিছু মানুষ আছে একদম ছোট কাজে ব্যবহার করার জন্য মিনি ওয়াটার পাম্প খুঁজে থাকে। মিনি ওয়াটার পাম্প দেখতে অনেকটাই ছোট এবং কি পারিবারিক কোনো ছোট কাজে ব্যবহার করা যায়। পরিবারের কোনো কিছু দোয়ার জন্য এবং কি সাইকেল মোটরসাইকেল এসব কিছু পরিষ্কার করার জন্য মিনি ওয়াটার পাম্প কিনে থাকেন। অনেকেই মিনি ওয়াটার পাম্পের বাজার মূল্যের দাম কত হয়েছে সে ধারণা নেই। বর্তমান বাজার মূল্য অনুযায়ী মিনি ওয়াটার পাম্পের দাম ৬০০ টাকা থেকে ১৫০০ টাকা।

সাবমারসিবল পাম্প কোনটা ভালো

অনেকের মনেই সাবমারসিবল পাম্প কেনার আগে প্রশ্ন জাগে যে বাংলাদেশে কোন সাবমারসিবল পাম্প সবচেয়ে ভালো। বাংলাদেশে অনেকগুলো সাবমারসিবল পাম্প এর কোম্পানি রয়েছে যেমনঃ গাজী, এসিআই, আরএফএল এবং আরো কিছু কোম্পানী রয়েছে। তারমধ্যে আরএফএল সাবমারসিবল পাম্প অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। আরএফএল কোম্পানি অনেক টাই টেকসই এবং মজবুত সহ করে সাপমারসিবল পানির পাম্প তৈরি করে থাকে। অর্থাৎ সবগুলো কোম্পানির সাপমারসিবল পাম্প ভালো কিন্তু আরএফএল কোম্পানি সাবমারসিবল পাম্প অনেকটাই উন্নত।

শেষ কথা

সব মানুষই চায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সাপমারসিবল পাম্প দিয়ে পানি উত্তোলন করা। কিন্তু সাবমারসিবল পাম্পের নাম সম্পর্কে কোন কিছু জানে না। আপনারা যারা আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম সম্পর্কে জানতে আসছিলেন আশা করি আপনি আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ে আর এফ এল সাবমারসিবল ওয়াটার পাম্প এর দাম জানতে পেরেছেন। আমরা এই পোস্টের মাধ্যমে সম্পূর্ণ সঠিক দাম জানানোর চেষ্টা করেছি। আপনি আমাদের দেওয়া দাম দেখে যে কোন আর এফ এল এর দোকান থেকে সাবমারসিবল পাম্প কিনতে পারবেন। ধন্যবাদ

infoo.live
infoo.livehttps://infoo.live
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি। বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments