রুপার দাম কত বাংলাদেশে? ২০২৪

0
1
রুপার দাম কত বাংলাদেশে
রুপার দাম কত বাংলাদেশে

আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে বাংলাদেশের রুপার দাম কত টাকা করে। এবং কত টাকা ধরে এই রুপার ভরি বিক্রি হচ্ছে তা নিয়ে আলোচনা করব। আমরা এখানে বাংলাদেশ জুয়েলার্স সমিতি কর্তৃক রুপার মূল্য আপনাদের জন্য উল্লেখ করেছি। রুপার দাম কত বাংলাদেশে ২০২৩ সবার জেনে রাখা উচিতপাশাপাশি আমরা এখানে ২১ ক্যারেট রুপা,২২ ক্যারেট রুপা ও ১৮ ক্যারেট রুপার  মূল্য উপস্থাপন করেছি।

বাংলাদেশে সোনা ও রুপার মূল্য সমানভাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। বাংলাদেশের মানুষ সোনা দিয়ে অলংকার তৈরি করলেও রুপা দিয়েও অলংকার তৈরি করতে পছন্দ করে। রুপার মূল্য সোনা থেকে অনেক কম বিধায় সকেলে  ছোট থেকে বড় যে কোন অলংকার সহজেই তৈরি করতে পারে। অতঃপর রুপার দাম কত বাংলাদেশে ২০২৩  কেমন তা আপনাদের জানানোর উদ্দেশ্যে এই পোস্টে উপস্থাপন করা হয়েছে। অতএব সম্পূর্ন পোস্ট পড়ে নিন।

রুপার দাম কত

প্রাচীন কাল থেকেেই মানুষের কাছে রুপার অস্তিত্ব ছিল। জানা গিয়েছে প্রাচীনকালে সোনার থেকে রুপার মূল্য ছিল অনেকটাই বেশি। কেননা পূর্বে এ রুপা কে সোনার থেকে বিভিন্ন আসবাবপত্রে  তৈরি সহ বিভিন্ন কাজে সব থেকে বেশি ব্যবহার হতো। প্রাচীন মিশরে সোনা ও রুপার মূল্যের অনুপাত ছিল ২.৫:১। তো বর্তমানেও এর ব্যবহার অনেকটাই বেশি লক্ষ্য করা যায়। এবং এই ধাতু অনেক বেশি চাহিদা পূর্ণ।  মেয়েরা এই পদার্থ দিয়ে অনেক অলংকার তৈরি করে থাকেন। দামে অনেক সস্তা হওয়ায় যে কেউ চাইলেই যে কোন অলংকার খুব সহজেই গড়ে নিতে পারেন। বিশেষ করে মেয়েরা এ রুপা দিয়ে নুপুর,আন্টি, গলার মালা ইত্যাদি বানাতে বেশি পছন্দ করে থাকে।

তো বাংলাদেশের রুপার দাম ১৩০০  টাকা থেকে ১৭০০ টাকা। ১৮ ক্যারেট, ২২ ক্যারেট, ও ২১ ক্যারেট বাংলাদেশের পেয়ে যাবেন। তো এখানে আমরা বিভিন্ন ধরনের ক্যারেট রুপার মূল্য সংগ্রহ করে আপনাদের জন্য উপস্থাপন করেছি।  তাই যারা রুপার দাম অনুসন্ধান করছেন এ পোস্ট থেকে রুপা নিয়ে সকল বিস্তারিত তথ্য জানতে পারবেন। অতঃপর সম্পূর্ণ পোস্ট পড়ে নিন।

১ ভরি রুপার দাম কত ২০২৩

প্রাচীনকাল থেকেই মানুষ রুপার খনির সন্ধান জানতো। প্রচুর পরিমাণে এই খনি আছে স্পেন, গ্রীস এবং জার্মানিতে। জানা গিয়েছে যুক্তরাষ্ট্র ও  মেক্সিকোতে রূপার খনি পাওয়া গিয়েছিল। তো বাংলাদেশে যে রুপা  আপনারা দেখতে পাচ্ছেন তা বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। এজন্য বাংলাদেশের রুপার দাম বৃদ্ধি পায় আবার কমে যায়। তবে বর্তমানে বাংলাদেশের  এক ভরি রুপার মূল্য ১৭১৪ টাকা। আবার কিছু রুপা রয়েছে যার ভরি মূল্য ১৬০০ টাকা। যারা এক ভরি রুপার দাম সম্পর্কে জানতে চেয়েছিলেন। তারা নিচের দেওয়া তালিকাটি অবশ্যই ভালো করে লক্ষ্য করুন এবং জেনে নিন রুপার দাম সম্পর্কে।

  • অর্থাৎ ২২ ক্যারেট ১ ভরি রুপার মূল্য ১৭১৪ টাকা।
  • আবার ২১ ক্যারেট ১ ভরি রুপার মূল্য ১৬৩২ টাকা
  • ১৮ ক্যারেট ১ ভরি রুপার মূল্য ১৩৯৯ টাকা 
  • আর পুরাতন গহনা পাওয়া যাচ্ছে ১ হাজার ৪৯ টাকায়।

১ ভরি চান্দি রুপার দাম কত ২০২৩

বাংলাদেশের বাজার বেধে রুপার ভরির দামের পার্থক্য হয়ে থাকে। বাংলাদেশের যে সকল ছোট ছোট অলংকার তৈরি করা হয় এই রুপা দিয়ে তা সকলেই চান্দি রুপা ব্যবহার করে থাকে। বাংলাদেশে চান্দি রুপা ছাড়া আরো অন্যান্য রুপা পাওয়া গেলেও সেগুলো দিয়ে মানুষ বেশি  অলংকার তৈরি করতে পছন্দ করেন না।  কেন সেগুলো কিছুদিন ব্যবহার করলেই নষ্ট হয়ে যায়। এজন্য সকলে  এই  চান্দি রুপা ব্যবহার করে থাকে।

অনেকে জানতে চেয়েছেন ১ ভরি চান্দি রুপার দাম কত টাকা। ইতিমধ্যে আমরা বাংলাদেশ জুয়েলার্স  সমিতি কর্তৃক  এবং বিভিন্ন দোকান থেকে জানতে পেরেছি যে চান্দি রুপা প্রতি  ভরি প্রায় ১৪০০ টাকা বিক্রি হচ্ছে। আবার কিছু কিছু  ক্রেতাদের কাছ থেকে ১২০০ থেকে ১৩০০ টাকায় এই চান্দি রুপার ভরি রাখা হচ্ছে।

  • এক ১ ভরি চান্দি রুপার দাম ১২০০-১৪০০ টাকা।

১ আনা রুপার দাম কত ২০২৩

অনেকেই ১ আনা রুপার দাম সম্পর্কে জানতে চান। যারা ১ আনা  রুপা দিয়ে ছোট  খাটো অলংকার বানিয়ে থাকে।  তবে যারা একানোর উপাদান জানতে চেয়েছেন তারা এখান থেকেই জেনে নিন।  যদি ২২ ক্যারেট রুপার মূল্য ১৭১৪ টাকা হয়,  তাহলে এক আনা রুপার মূল্য হবে ১০৭ টাকা। তবে  বাংলাদেশের বিভিন্ন দোকানে  এবং বাজারে এ রুপার মূল্য কিছুটা তারতম্য হয়ে থাকে।

  • এক আনা রুপার মূল্য  গড়ে  ১০৫-১০৭  টাকা
  • ২২ ক্যারেট ১ আনা রুপার দাম ১০৭ টাকা
  • ২১ ক্যারেট ১ আনা রুপার দাম ১০২-১০৫  টাকা
  • ১৮ ক্যারেট ১ আনা রুপার দাম ৮৭-৯৫  টাকা

১ গ্রাম রুপার দাম কত টাকা ২০২৩

রুপা দিয়ে মানুষ বিভিন্ন অলংকার তৈরি করে থাকে।  যেমন হাতের  বালা,আংটি,  গলার মালা ইত্যাদি অলংকার তৈরি করার জন্য এই রুপাকে অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে।  বিশেষ করে রুপা সিলভার কালার হওয়ায় হাতের ব্যাচ এবং বালা অনুযায়ী অনেক বেশি নিরাপরা পছন্দ করে থাকে।  তাই রুপাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকে। এখন যারা এক  গ্রাম রুপার দাম জানতে চাচ্ছেন তারা এখান থেকে জেনে নিন। এক ভরি সমান সমান ১১.৬৬ গ্রাম। সেক্ষেত্রে হিসাব করলে এক গ্রাম রুপার দাম পরে ১৪৭ টাকা থেকে।

  • এক গ্রাম রুপার দাম বাংলাদেশি মূল্য ১৩৭ টাকা থেকে ১৪৭ টাকা।

১০ গ্রাম রুপার দাম কত

এক ভরি সমান সমান ১১.৬৬  গ্রাম।  অর্থাৎ যারা ১০ গ্রাম রুপা কিনতে চাচ্ছেন বা দাম জানতে চাচ্ছেন তাদের জন্য হিসেব করে নিম্নে আমরা একটি দাম উল্লেখ করেছি।  অর্থাৎ বাংলাদেশের রুপার ভরি প্রায় ১৭১৪ টাকা।  ২১ ক্যারেট রুপার মূল্য ১৬৩২ টাকা। সেই হিসেবে ২২ ক্যারেট ১০ গ্রাম রুপার মূল্য ১৪৭২ টাকা।

  • ২২ ক্যারেট ১০ গ্রাম রুপার মূল্য ১৪৭২ টাকা।
  • ২১ ক্যারেট ১০ গ্রাম রুপার মূল্য ১৩৯৯ টাকা।
  • ১৮ ক্যারেট ১০ গ্রাম রুপার মূল্য ১১৯৯ টাকা।

২ ভরি রুপার দাম কত ২০২৩

বাংলাদেশের ১ ভরি রুপার মূল্য সর্বনিম্ন ১৩৯৯ টাকা। এ থেকেও এর থেকেও কম বলে রুপা বাংলাদেশে পাওয়া যায়।   তবে সেগুলো মানে অনেক খারাপ হয়ে থাকে। বাংলাদেশে ২২ ক্যারেট রুপার মূল্য  ১৭১৪ টাকা। এবং ২১ ক্যারেট রুপার মূল্য ১৬৩২ টাকা। আর  ১৮ রুপার মূল্য ১৩০০৯৯ টাকা। তবে বাংলাদেশের বাজারে  এই রুপার মূল্য  অনেকটাই তারতম্য দেখা যায়। অর্থাৎ বাংলাদেশে ২২ ক্যারেট দুই ভরি রুপার মূল্য পাওয়া যায় ৩৪২৮ টাকায়। এ থেকেও বেশি  মূল্যে কিছু কিছু বাজারে ও দোকানে রুপা কিনতে পাবেন।

  • অর্থাৎ দুই ভরি রুপার মূল্য ৩৪২৮ টাকা।

বাংলাদেশের সাড়ে ৫২ তোলা রুপার দাম কত ২০২৩

অনেকে অনলাইনে এসে সাড়ে ৫২ তোলা রুপার দাম লিখে অনুসন্ধান করে থাকেন। কিন্তু অনেকেই এসে সঠিক মূল্য সম্পর্কে জানতে পারে না কোন ভাবেই। তাই তাদের জন্য আমরা এই  পোস্টের মাধ্যমে সঠিক এবং নির্ভুল  সাড়ে ৫২ তোলা  রুপার দাম কত তা নিয়ে আলোচনা করেছি। 

বর্তমানে সারে ৫২ তোলার রুপার দাম বাংলাদেশে ৫০৪৫৭.৩১ টাকায় বিক্রি হচ্ছে।  তবে আপনি এখান থেকে জানতে পারবেন ২২ ক্যারেট সাড়ে ৫২ তোলা রুপার দাম কত। এবং জানতে পারবেন ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট সাড়ে বারো তোলা রুপার দাম কত সম্পর্কে।

  • ২২ ক্যারেট সাড়ে ৫২ তোলা রুপার দাম ৪৬ হাজার ১৮৮  টাকা টাকা
  • ২১ ক্যারেট সাড়ে ৫২ তোলা রুপার দাম  ৪৪ হাজার ৮৯ টাকা 
  • ১৮ ক্যারেট সাড়ে ৫২ তোলা রুপার দাম ৩৭ হাজার ৮২৯ টাকা

শেষ কথা

যারা রুপার মূল্য সম্পর্কে বিভিন্ন ক্যাটাগরির দাম জানতে চেয়েছিলেন। আশা করছি ইতিমধ্যে আপনারা আপনাদের উত্তর  এই পোস্ট থেকে পেয়ে গেছেন। সম্পূর্ণ পোস্ট লেখার  উদ্দেশ্য ছিল রুপার দাম কত বাংলাদেশে ২০২৩। এই পোস্টের মাধ্যমে আমরা যথাসাধ্য সঠিক এবং  নির্ভুল রুপার মূল্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। অতঃপর আপনার আশেপাশে ব্যক্তিদের মাঝে বেশি বেশি এই পোস্ট শেয়ার করে রুপার মূল্য সম্পর্কে জানিয়ে দিন। ধন্যবাদ