Tuesday, January 21, 2025
Homeবাজার দরসুলতান ডাইন কাচ্চির দাম কত ২০২৪

সুলতান ডাইন কাচ্চির দাম কত ২০২৪

অনলাইনে অনেকেই এই সুলতান ডাইন কাচ্চির  দাম নিয়ে  অনুসন্ধান করে থাকেন।  তো অনেকেই এই সুলতান  ডাইন  কাচ্চির   সঠিক দাম  জানেন না,আবার কেউ কেউ জানতেও  পারেন না।  আশা করব এই সম্পূর্ণ পোস্টটি পড়লে সুলতান ডাইন  কাচ্চির দাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। বিশেষ করে সুলতান ডাইনের বিশেষ কাচ্চির সঠিক দামটি জানতে পাবেন। 

সুলতান ডাইন কাচ্চির দাম কত

বাংলাদেশের সুলতান ডাইন  কাচ্চির জনগণের কাছে বিশেষ জনপ্রিয়। এ রেস্টুরেন্টের কাচ্চি যেমন খেতে সুস্বাদু  তেমনি এ রেস্টুরেন্টের  পরিবেশগুলো অনেক মনোরম। শুধু  কাচ্চিই নয় এ রেস্টুরেন্টে বিশেষ বিশেষ খাবার পাওয়া যায়।

এতসব খাবারের মাঝখান থেকে সুলতান ডাইন কাচ্চিটা বেশি জনপ্রিয়। তাই অনেকেই বিভিন্নভাবে এই সুলতান ডাইন কাচ্চি সংগ্রহ করে থাকে। আপনি চাইলে এই রেস্টুরেন্টে গিয়ে খাবার পরিবেশন করতে পারেন।  অথবা অনলাইনে অর্ডার করতে পারেন। আর একটু নিচে গিয়ে যেনে  নিন সুলতান ডাইন  কাচ্চি কত টাকা করে পাওয়া যায়। 

সুলতান ডাইন  কাচ্চি কত প্যাকেজ কত টাকা

কাচ্চির নাম শুনলেই সুলতান ডাইন  কাচ্চির বিরিয়ানি কথা মনে পড়ে যায়।  শুধুমাত্র এই বিশেষ কাচ্চির  বিরিয়ানির জন্য ঢাকায় এর বিশেষ সুনাম রয়েছে।  রসে ও   স্বাদে ভরপুর সুলতান ডাইন কাচ্চি। একথায় এই সুলতান ডাইন কাচ্চির স্বাদ টা  সবার মন কেড়ে নিয়েছে। তাই দাম যতই হোক না কেন কাচ্চি সবার প্রিয়। এখানে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় যেমন, কাচ্চি বিরিয়ানি, প্লেইন পোলাও, চিকেন রোস্ট, চিকেন তন্দুরি, জালি কাবাব ও বিফ রেজালা। 

আজকে শুধুমাত্র আপনাদের জানাবো যে কাচ্চি  বিরিয়ানির প্যাকেজ কত টাকা করে।  কাচ্চি বিরিয়ানির একজনের প্যাকেজ পেয়ে যাবেন 399 টাকায়।  আর যদি তিন তিনটি প্যাকেজ কিনেন তাহলে ১০৯৯ টাকা পেয়ে যাবেন । প্যাকেজের মধ্যে কিছু আইটেম যুক্ত হলে এর মূল্য পরিবর্তন হয় যেমন এর সাথে যদি চিকেন রোস্ট এবং বোরহানি যুক্ত করেন তাহলে এর মূল্য পড়বে ৫৫০ টাকা।  আর কাচ্চি হাফ প্যাকেজ পেয়ে যাবেন ২৫০ টাকায়। 

ঢাকা সুলতান ডাইন কাচ্চি  প্যাকেজের দাম কত ২০২৪

এদেশের সর্বত্রে সুলতান  ডাইন কাচ্চি বিরিয়ানি এখন পাওয়া যায়।  বিশেষ করে ঢাকাতে এর অনেক শাখা রয়েছে। আজ থেকে ছয় বছর আগে ঢাকায় এই সুলতান ডাইন কাচ্চি বিরিয়ানির  ব্যবসা শুরু করেন।  ঢাকায় বিভিন্ন জায়গায় সুলতান  ডাইন কাচ্চি বিরিয়ানির শাখা রয়েছে।  যারা বর্তমানে ঢাকায় রয়েছেন তারা খুব সহজেই এই কাচ্চি  বিরিয়ানি সংগ্রহ করতে পারেন।  সুলতান ডাইন নিজে এখন অনলাইনের মাধ্যমে খাবার সবার মাঝে পৌঁছে দিয়ে থাকেন। যারা  ঢাকায় থাকেন তারা সুলতান ডাইন কাচ্চি বিরিয়ানির  প্যাকেজ  ৩৩০-৩৯৯ টাকায় পাবেন।  সাথে বোরহানি এবং ফিরনি  অর্ধেক পাবেন। আর স্পেশাল কাচ্চি বাসমতি চালের পেয়ে যাবেন ৫৯৯ টাকায়।

চট্টগ্রামের সুলতান ডাইন কাচ্চি প্যাকেজের দাম কত ২০২৪

ঢাকা যেমন সুলতানী  কাচ্চি বিরিয়ানি বিশেষ জনপ্রিয়।   তেমনি এই সুলতান ডাইনের একটি শাখা চট্টগ্রামে পৌঁছেছে।   ঢাকায় যেভাবে সবার মাঝে এই কাচ্চি বিরিয়ানি প্যাকেজ পরিবেশন করা হয় ঠিক একই ভাবে চট্টগ্রামে এর একটি শাখা  বিরিয়ানি পরিবেশন করে থাকে। চট্টগ্রামে সুলতান ডাইন কাচ্চি  বিরিয়ানির  প্যাকেজ পাওয়া যায় বিভিন্ন রকমের। তবে চট্টগ্রামের মানুষ চিনিগুড়া চালের বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে।  চট্টগ্রামে আপনি ৩৯৯ টাকা একটি প্যাকেজ পেয়ে যাবেন। আরেকটি প্যাকেজ পাবেন ৫৯৯ টাকায়। 

কি কি পাওয়া যায় সুলতান ডাইনে

যদি আপনি সুলতান ডাইন রেস্টুরেন্টে চলে যান তাহলে আপনি সেখানে অনেক কিছুই পেয়ে যাবেন।   অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এ রেস্টুরেন্টের যে কোন খাবার অনেক বেশি সুস্বাদু এবং ভালো মানের হয়ে থাকে।  বিশেষ করে  কাচ্চি বিরিয়ানি টা অনেক বেশি জনপ্রিয়। ঢাকায় বাসুমতি চালের  কাচ্চি বিরিয়ানি জনপ্রিয়  আর চট্টগ্রামে চিনিগুড়া  চালের কাচ্চি বিরিয়ানি অনেক জনপ্রিয়। সুলতান ডাইন রেস্টুরেন্ট আসলে যে খাবারগুলো আপনি পাবেন  তা হচ্ছে কাচ্চি  প্লেটার, চিকেন রোস্ট চিকেন তান্দুরি ,জালি কাবাব, বোরহানি আরো ইত্যাদি খাবার। 

সুলতান ডাইন মেনু 

জনপ্রিয় এই কাচ্চি বিরিয়ানি রেস্টুরেন্টে যে মেনু রয়েছে সেখানে অনেকগুলো খাবার পরিবেশন করা হয়।  যেমন আপনি কাচ্চি প্লেটার, চিকেন রোস্ট চিকেন তান্দুরি ,জালি কাবাব, বোরহানি,বিভিন্ন রকমের ড্রিঙ্ক, পানি, Whale chicken roast,Asta  khashi , Jarda , Firni, Salad, Barhani,Plain polaw etc. আপনাদের সুবিধার জন্য নিচে সুলতান দানের মেনু দেওয়া হল। 

সুলতান ডাইনের  সেরা আইটেম  সমূহ 

এ রেস্টুরেন্টের সব থেকে সেরা আইটেম সমূহ  হচ্ছে কাচ্চি, জালিকা বাপ, মোরগ  পোলাও, সমতল পোলাও।   এই আইটেমগুলো সুলতান আইনের সবথেকে সেরা আইটেম এবং জনপ্রিয়।   ঢাকা এবং চট্টগ্রামে বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি এবং চিনিগুড়া চালের কাচ্চি বিরায়ানী অনেক বেশি জনপ্রিয়।  এবং এই আইটেমগুলোই সব থেকে সেরা। 

শেষ কথা

সুলতান ডাইন কাচ্চি বিরিয়ানি আপনি তাদের রেস্টুরেন্টে গিয়ে সংগ্রহ করতে পারেন অথবা অনলাইনে মাধ্যমে আপনি  কাচ্চি বিরানী সংগ্রহ করতে পারেন।   তো উপরের আলোচনায় চেষ্টা করেছি ,সুলতান  ডাইন  কাচ্চি বিরিয়ানির দাম কত ২০২৪ তুলে ধরার জন্য। আশা করি সম্পূর্ণ পোস্ট পড়লে সুলতানির কাচ্চির দাম সঠিক জানতে পারবেন।  ধন্যবাদ 

infoo.live
infoo.livehttps://infoo.live
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি। বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments