Monday, January 20, 2025
Homeবাজার দরসেলাই মেশিনের দাম কত ২০২৪

সেলাই মেশিনের দাম কত ২০২৪

বাংলাদেশে অনেক গুলো সেলাই মেশিনের কোম্পানি রয়েছে। সকল কোম্পানির সেলাই মেশিন গুলোর দাম আগের থেকে অনেকটা বেড়েছে। এখন সকল ব্রান্ডের মেশিনের মূল্য ১০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে বেড়েছে। আপনারা ২০২৪ সালে সেলাই মেশিনের দাম কত তা জানতে চাচ্ছেন। এই পোস্টে উন্নতমানের কিছু সেলাই করার জন্য মেশিনের দাম শেয়ার করেছি।

এই মেশিন গুলো বাজারে কম দামে পাওয়া যাচ্ছে এবং কুয়ালিটিও অনেকটা ভালো হবে। তবে এর দাম নির্ভর করবে আপনি কোন ধরনের সেলাই মেশিন কিনতে চাচ্ছেন। একটি ভালোমানের সেলাই মেশিন কিনতে প্রায় ১৫০০০ টাকা লাগবে। সাধারণ মানের মেশিন ৫ থেকে ৭ হাজার টাকায় পাওয়া যাবে। নিচে থেকে সিঙ্গার, বাটারফ্লাই, ফ্লায়িং ম্যান, ব্রাদার, জুকি, জ্যাক ও ওয়ালটন সেলাই মেশিনের মূল্য জেনেনিন।

সেলাই মেশিনের দাম কত

আমাদের দেশে প্রায় ১০ টি ব্রান্ডের সেলাই মেশিন পাওয়া যায়। এদের এক এক কোম্পানির মেশিনের দাম এক এক রকমের হয়ে থাকে। এছাড়া মেশিনের গুঙ্গতমান ও কাজের ধরনের উপর ভিত্তি করে দাম নির্ভর করে। গার্মেন্টসে বা পোশাক তৈরি করার শিল্পে যে মেশিন ব্যবহার করা হয় তার দাম অনেক। তবে এগুলো যেমন দাম বেশি, ঠিক এর মানও অনেক ভালো। পোশাক শিল্পের বেশির ভাগ মেশিন গুলো ইলেকট্রিকাল হয়ে থাকির ভিতরে মোটর লাগানো থাকে। গার্মেন্টসের একটি সেলাই মেশিনের দাম প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা।

বাড়িতে কাজের জন্য আপনারা পায়ে চালানো সেলাই মেশিন গুলো কিনতে পারেন। এর দাম কিছুটা কম হবে। এর মধ্যে জনপ্রিয় হচ্ছে বাটারফ্লাই সেলাই মেশিন। যার বডি কাঠ দিয়ে বানানো। এটা পায়ে চালিয়ে সেলাইয়ের যাক করা হয়। আগের সময়ে ৪ থেকে ৫ হাজার টাকার মধ্যে একটি বাটারফ্লাই ব্রান্ডের সেলাই মেশিন পাওয়া যেতো। বর্তমান সময়ে এর দাম ৬ থেকে ৭ হাজার টাকা। নিচের অংশে আরও কিছু উন্নতমানের সেলাই মেশিনের মূল্য দেওয়া আছে।

সেলাই মেশিনের দাম কত ২০২৪

২০২০ থেকে ২২ এর মধ্যে সেলাই মেশিনের দাম ৫০০ টাকার মধ্যে বেড়েছে। ২০২৪ সালের এসে আবারো এর দামের মধ্যে পরিবর্তন দেখা গেছে। মেশিন প্রস্তুত করনের খরচ বেড়েছে। তাই সকল দোকানে বেশি দামে সেলাই মেশিন আনা হচ্ছে। সেলাই মেশিনের দাম কত ২০২৪ ৫ হাজার থেকে ২০ হাজার টাকা। প্রতি সেলাই মেশিনের মূল্য ১ থেকে ২ হাজার টাকা বাড়ানো হয়েছে।

বাটারফ্লাই সেলাই মেশিনের দাম

এটি একটি পুরাতন কোম্পানি। দীর্ঘ বছর ধরে গ্রামের বাড়িতে বাটারফ্লাই সেলাই মেশিনের ব্যবহার করা হতো। আগের সময়ে বিভিন্ন দর্জির দোকানে এই মেশিন দ্বারা কাজ করা হতো। এখনো বাংলাদেশের বিভিন্ন মার্কেটে এই মেশিন পাওয়া যায়। আগেরর থেকে প্রতিটি মেশিনের দাম প্রায় ১৫০০ টাকার মত বেড়েছে। এখন একটি বাটারফ্লাই সেলাই মেশিনের দাম ৬০০০ থেকে ৭০০০ টাকা। আবারো এই মেশিনের দাম বেড়ে ৭৫০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিঙ্গার সেলাই মেশিন দাম

বররমান সময়ের একটি জনপ্রিয় ব্রান্ড হচ্ছে সিঙ্গার। যারা বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য তৈরি করার পাশা-পাশি সেলাই মেশিন তৈরি করেছে। এই মেশিন গুলো দেখতে অনেকটা পোশাক কারখানায় ব্যবহিত মেশিনের মতো। এর দাম ১৫০০০ টাকা। এটি বিদ্যুৎ ব্যবহার করে চালান হয়। পায়ের সাহায্যেও কাজ করা যাবে। বিভিন্ন ধরনের শক্তি কাপড় এই মেশিন দ্বারা সেকাই করতে পারবেন। অনলাইনে অনেক সময় কম দামে সিঙ্গার সেলাই মেশিন বিক্রি করা হয়। সেখানে ১২ থেকে ১৩ হাজার টাকায় এই মেশিন গুলো কিনতে পারবেন।

  • সিঙ্গার ব্র্যান্ডের SM024 মডেলের সেলাই মেশিনে মূল্য ১৪৯৯০ টাকা।
  • 1408 সিঙ্গার ইলেকট্রিক সেলাই মেশিন এর মূল্য ১২০০০ টাকা।
  • সিঙ্গার ইলেকট্রিক সেলাই মেশিন SRSM-ZJ9513G এর মূল্য ২১০০০ টাকা।

ফ্লায়িং ম্যান সেলাই মেশিনের দাম

এটি আরেক টি সেলাই মেশিনের কোম্পানি। যারা সকল স্থানে তাদের বানানো মেশিন গুলো বিক্রি করে থাকে। আপনারা চাইলে এই মেশিন গুলো কিনতে পারেন। ফ্লায়িং ম্যান সেলাই মেশিনের দাম ৫ হাজারব থেকে ৬ হাজার টাকা। যেকোনো মার্কেটে এই মেশিন গুলো পাওয়া যাবে। তবে আগের থেকে বর্তমানে বেশি দামে এই মেশিন টি বিক্রি করা হচ্ছে।

ওয়ালটন সেলাই মেশিনের দাম

এখন বাংলাদেশের আস্থামূলক একটি ব্রান্ড হচ্ছে ওয়ালটন। যারা বেশির ভাগ ইলেক্ট্রনিক্স পণ্য তৈরি করে থাকে। মোবাইল হতে শুরু করে টিভি, ফ্রিজ তৈরি করা হয় এই কোম্পানিটিতে। এখন তারা বাজারে তাদের বানানো সেলাই মেশিন রিলিজ করেছে। অনেকে এই মেশিনের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। কারণে কম দামে এই ব্রান্ডের ভালো ভালো মেশিন পাওয়া যাচ্ছে। একটি ওয়ালটন সেলাই মেশিনের দাম ৮ হাজার থেকে ১০ হাজার টাকা। ১৫০০ টাকায় ওয়ালটন এর মিনি সেলাই মেশিন পাওয়া যাবে। 

ইলেকট্রিকাল সেলাই মেশিনের দাম

আগের সময়ে পায়ে চলা সেলাই মেশিন দেখা যেতো। কারণ তখন এই আধুনিক সেলাই মেশিন পাওয়া যেতো। যা শুধুমাত্র বিভিন্ন পোশাক কারখানায় দেখা যেতো। বররমানের প্রতিটি দর্জি দোকানে বা বাড়িতে ইলেকট্রিকাল সেলাই মেশিন দেখা যায়। কাপর তৈরি করতে আপনারা এই মেশিন গুলো কিনতে পারবেন। এর মেশিনের মাধ্যমে যেকোনো ধরনের কাপড় খুব সহজে সেলাই করা যাবে। ইলেকট্রিকাল সেলাই মেশিনের দাম এর মানের উপর নির্ভর করে থাকে। তবে ২০ থেকে ২৫ হাজার টাকায় একটি ইলেকট্রিকাল সেলাই মেশিন পাওয়া যাবে। আগের থেকে এর দাম ২ বা ৩ হাজার টাকা বেড়েছে।

মিনি সেলাই মেশিনের দাম

বিভিন্ন ব্রান্ডের মিনি সেলাই মেশিন পাওয়া যায়। যাদের কুয়ালিটি এক এক রকমের। ৬০০ টাকা থেকে এই মেশিনের দাম শুরু। তবে ১২০০ টাকার নিচের মিনি সেলাই মেশিন গুলো সাধারণ মানের। ১৪০০ থেকে ২০০০ টাকার মধ্যে ভালো মানের মিনি সেলাই পাওয়া যাবে। উন্নতমানের মিনি সেলাই মেশিনের দাম ২২০০ টাকা। 

বস্তা সেলাই মেশিনের দাম কত

সেলাই মেশিন দিয়ে যে শুধু কাপড় সেলাই করা হয় এমন নয়। অনেক বড় বড় সেলাই মেশিন আছে, যা শুধুমাত্র বস্তা, ব্যাগ সেলাই করার জন্য বানানো হয়েছে। সাধারণ সেলাই মেশিনের থেকে এর দাম আরও বেশি। বস্তা সেলাই মেশিনের দাম ১৬০০০ টাকা। তবে উন্নতমানের যে মেশিন রয়েছে তার মূল্য ১৮ থেকে ২০ হাজার টাকা।  

ডবল সেলাই মেশিনের দাম কত

বাজারে নতুন একটি সেলাই মেশিন আনা হয়েছে। যা দিয়ে আরও দ্রুতু কাজ করা যাবে। একটি ডবল সেলাই মেশিনের দাম ১০০০০ থেকে ১৩০০০ টাকা। এই এই মেশিন অনেক সময় ১৫ থেকে ১৬ হাজার টাকায় বিক্রি করা হয়।

শেষ কথা

এখানে দেওয়া সেলাই মেশিনের দাম ধারনা হিসেবে নিবেন। এর কারণ যেকোনো সময় এর দাম কম-বেশি হয়ে যাবে। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে এবং এখান থেকে সেলাই মেশিনের দাম কত ২০২৪ তা জানতে পেরেছেন। এই রকম দাম সম্পর্কিত তথ্য জানতে আমার সাথেই থাকুন। এই ওয়েবসাইটে নিত্য প্রয়োজনীয় পণ্যর আপডেট দাম শেয়ার করা হয়।

infoo.live
infoo.livehttps://infoo.live
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি। বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments