Tuesday, January 21, 2025
Homeবাজার দরথাই গ্লাসের দাম কত টাকা ২০২৪

থাই গ্লাসের দাম কত টাকা ২০২৪

ঘর বাড়ির দরজা বা জানালা আরও সুন্দর করতে থাই গ্লাসের বিকল্প নেই। বাজারে বিভিন্ন ব্রান্ডের থাই গ্লাস রয়েছে। এই গ্লাস গুলোর দাম আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। আজকের পোস্টে থাই গ্লাসের দাম কত? এবং সুন্দর সুন্দর থাই গ্লাসের দরজা, জানালার ডিজাইন শেয়ার করেছি। সেই সাথে কম দামে যেভাবে ভালোমানের থাই গগ্লাস কিনতে পারবেন সে সম্পর্কে আলোচনা করেছি।

এখানে আপনাদের কে অ্যালুমিনিয়াম এর কিছু থাই গ্লাস দেখিয়েছি, যেগুলো দামে কম কিন্তু কোনো আঘাত পেলে সহজে ভেঙ্গে যাবে না। এই গ্লাস গুলো স্কয়ার ফিটে বিক্রি করা হয়। তাই নিজের পছন্দ মতো পরিমাপ অনুযায়ী দরজার বা জানালার জন্য থাইগ্লাস গুলো কিনতে পারবেন। প্রতি স্কয়ার ফিট থাই গ্লাসে ৩০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। নিচে থেকে আজকে থাই গ্লাসের মূল্য কত টাকা দেখেনিন।

থাই গ্লাসের দাম কত ২০২৪

প্রতিটি ব্রান্ডের থাই গ্লাসের দাম বৃদ্ধি পেয়েছে। আগে ১ স্কয়ার ফিট গ্লাসের দাম ছিলো ৩৮০ থেকে ৪০০ টাকা। বর্তমান সময়ে এর দাম ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে। আজকের বাজারে ৪৩০ টাকা স্কয়ার ফিট থাই গ্লাস বিক্রি হচ্ছে। থাই গ্লাস দিয়ে ৪ থেকে ৫ ফিট এর একটি জানালর দাম ৬০০০ থেকে ৭০০০ হাজার টাকা। সাধারণ মানের গুলো ৫০০০ টাকার এর মধ্যে পেয়ে যাবেন।

কাই থাই গ্লাসের জানালার দাম কত

বাংলাদেশের থাই গ্লাসের জন্য সেরা একটি ব্রান্ড হচ্ছে KAI। যারা উন্নতমানের থাই গ্লাস কিনতে চাচ্ছেন তারা এই ব্রান্ডের জানালা গুলো নিতে পারেন। কাই কোম্পানির ৪ ফিটের একটি জানালার দাম ৫০০০ টাকা। ৪.৫ ফিটের একটি জানালর দাম ৬০০০ হাজার টাকা। আগে ৫৫০০ টাকা বিক্রি করা হতো। এই গ্লাস গুলো Blue Markary, green, Black কালারের মধ্যে পেয়ে যাবেন। সব গুলো জানালর দাম একই হবে। তবে আপনার পছন্দ মতো সাইজ এবং ডিজাইন অনুযায়ী থাই গ্লাসের জানালা বানিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে খরচ আরও বেশি হবে।

নাসির কোম্পানির থাই গ্লাসের দাম কত

নেভি ব্লু মার্কারি গ্লাস দিয়ে নাসির কোম্পানির একটি থাই গ্লাসের  প্রতি স্কয়ার ফিট খরচ হবে ৪৫০ টাকা। গ্লাস টি নেট সহ তৈরি করতে খরচ হবে ৫৭০ টাকা। ৪ ফিট বা ৪.৫ ফিটের একটি সম্পূর্ণ জানালা তৈরি করতে মোট খরচ হবে ৫ থেকে ৬ হাজার টাকা। নেট সহ খরচ হবে ৭০০০ টাকার মতো। ৫ মিলিঃ ব্লু নরমাল থাই গ্লাস প্রতি ফিটের মূল্য ১৩০ টাকা। এখানে আপনারা মার্কারি গ্লাস ব্যবহার করলে ১৫০ টাকা। ৬ মিলিঃ ব্লু মার্কারি গ্লাসের মূল্য ১৭০ টাকা ফিট। একটি সাধারণ গ্লাসে ডাবল ৬ মিলিঃ এর ডাবল কটেড ব্যবহার করলে খরচ হবে ১৪০ টাকা ফিট।

থাই গ্লাসের দরজার দাম

বিভিন্ন ব্রান্ডের থাই গ্লাসের দরজা বিক্রি করা হয়। এগুলোর দাম নির্ভর করে ব্যবহিত এলুমিনিয়ামের উপর। থাই গালসের একটি ৭ ফিট ২.৫ ফিট এর দরজার দাম ৮০০০ টাকা। কাই কোম্পানির এলুমিনিয়ামের ফ্রেম দিয়ে দরজা বানালে খরচ হবে ১০,০০০ টাকা। নাসির কোম্পানির থাই গ্লাস এবং এলুমিনিয়ামের ফ্রেম দিয়ে উন্নতমানের দরজার দাম ১২,০০০ টাকা। এর থেকে আরও উন্নতমানের দরজা রয়েছে। যেগুলো আপনারা ১৬ থেকে ১৮ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন। ২০,০০০ থেকে ২২,০০০ হাজারের মধ্যে অনেক বিদেশি মডেলের থাই গ্লাসের দরজা রয়েছে। এগুলো দিরররঘ দিন ব্যবহার করতে পারবেন।

থাই গ্লাসের লক

কাই এবং নাসির কোম্পানির থাই গ্লাস গুলোর সাথে উন্নতমানের লক ব্যবহার করা হয়ে থাকে। লক গুলো দরজা বা জানালার মডেল অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। এই গ্লাসের সাথে চাবি যুক্তি লোক ব্যবহার করা হয়। এই লক গুলো থাইল্যান্ডের তৈরি। খুব সহজে মরচা আসবে না। লক গুলো খুব দ্রুত নষ্ট হবে না। দির্ঘ দিন যাবত লক গুলো ব্যবহার করা যায়।

৫ মিলি গ্লাসের দাম

বেশ কয়েকটি ব্রান্ডের গ্লাস পাওয়া যায়, যেগুলোর দাম ১২০ থেকে ২৫০ টাকার মধ্যে হয়ে থাকে। কাই কোম্পানির ৫ মিলি থাই গ্লাসের দাম প্রতি স্কয়ার ১৫০ টাকা। উন্নতমানের গ্লাসের দাম ১৮০ টাকা ফিট। একই গ্লাস অন্য ব্রান্ডে ১৪০ টাকার মধ্যে পাওয়া যায়। নাসির কোম্পানির থাই গ্লাসের প্রতি ফিটের মূল্য ১৫০ থেকে ২০০ টাকা। গ্লাস গুলো বিভিন্ন কালারের মধ্যে পেয়ে যাবেন এবং দীর্ঘ টেকসই হয়ে থাকে।

শেষ কথা

এই পোস্টে থাই গ্লাসের দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যেকোনো সময় এর দাম পরিবর্তিত হতে পারে। তাই আমার দেওয়া দামের সাথে দরজা বা জানালার দাম অনুযায়ী নাও কিনতে পাওয়া যেতে পারে। আশা করছি এই পোস্ট থেকে থাই গ্লাসের দাম কত এবং কম দামে সেরা মানের থাই গ্লাসের দাম জানতে পেরেছেন। বাজার দর সম্পর্কিত এই রকম পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।

infoo.live
infoo.livehttps://infoo.live
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি। বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments