Thursday, November 21, 2024
Homeবাজার দর১ কেজি খেজুরের দাম কত ২০২৪

১ কেজি খেজুরের দাম কত ২০২৪

বাংলাদেশে বিভিন্ন জাতের খেজুর বিদ্যমান রয়েছে। জানা যায় দেশে প্রায় 100 জাতের খেজুর পাওয়া যায়। তার মধ্যে দেশের রাজধানীতে প্রায় 24 জাতের খেজুর পাওয়া যাচ্ছে।  প্রজাতি অনুযায়ী বিভিন্ন ধরনের খেজুরের দাম বিভিন্ন রকমের হয়ে থাকে। তথাপি বাংলাদেশের খেজুরগুলো বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। বাংলাদেশে খেজুর উৎপাদন হয় না বললেই চলে। আর বাংলাদেশ সৌদি আরব থেকে সবথেকে বেশি খেজুর আমদানি করে। সৌদি আরব বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ কেও অনেক বেশি পরিমাণে খেজুর রপ্তানি করে থাকে। বাংলাদেশে খেজুরে চাহিদা অনেক বেশি পরিমাণে রয়েছে।

বিশেষ করে বিশ্বে যে সকল মুসলিম দেশ রয়েছে,সেই দেশগুলোতে রমজান মাসে খেজুরের চাহিদা শতগুণ বেড়ে যায়। বাংলাদেশে খেজুরের চাহিদা সারা বছর খুব একটা না থাকলেও রমজান মাসে এর চাহিদা শতগুণ বেড়ে যায়। এই খেজুরের দাম বাজারে বিভিন্ন সময় উঠানামা করে। তাই খেজুরের সঠিক মূল্য নিয়ে আজকের এই পোস্টটি সম্পন্ন করা হয়েছে। আশা করি সম্পূর্ণ পোস্টটি পড়লে আজকের খেজুরের দাম জেনে নিতে পারবেন।

১ কেজি খেজুরের দাম কত

বাংলাদেশের যে কোন দোকানে গেলেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের খেজুর। সেই খেজুরগুলো বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে। খেজুরের মধ্যেও আবার ভালো এবং খারাপ রয়েছে। সবথেকে ভালো খেজুর হচ্ছে আজওয়া খেজুর ও মরিয়ম খেজুর। তবে ভিন্ন জাতের খেজুর এর মধ্যে সবথেকে ভালো আজওয়া খেজুর। এবং এ খেজুর বাজারে প্রায় 800-1500 টাকা থেকে 2000 টাকার মধ্যে পাওয়া যায়।

এই আজওয়া খেজুর কালো মাঝারি ও ছোট আকৃতির হয়ে থাকে। খেতেও অনেক নরম ও সুস্বাদু। মদিনায় এই খেজুর সবথেকে বেশি ফলন হয়। পাশাপাশি মরিয়ম খেজুর আজওয়া খেজুরের পরের এর অবস্থান। স্বাদে-গুনে মানে পুষ্টিতে অনেক ভালো। এ খেজুর বর্তমানে 300 থেকে 500 টাকার মধ্যে পাওয়া যায়। মানের দিক দিয়ে খেজুরের দামের তারতম্য হয়ে থাকে। অর্থাৎ প্রতি কেজি খেজুরের দাম 300 টাকা থেকে শুরু করে প্রায় 2500 টাকা পর্যন্ত হয়ে থাকে।

আজকের খেজুরের দাম ২০২৪

খেজুর অনেক উপকারী ও পুষ্টিগুণসম্পন্ন একটি ফল। এর উপকারিতা বলে কখনো শেষ করা যাবেনা। খেজুর মানুষকে সুস্থ রাখতে সহায়তা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। পাশাপাশি শরীরের পুষ্টির ঘাটতি অনেকাংশে পূরণ করে দেয়। আর খেজুর বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। বলতে গেলে বাংলাদেশের সব বাজারেই খেজুর পাওয়া যায়। এ খেজুরের দাম প্রায় সব বাজারে একটু বেশি। বিভিন্ন ধরনের খেজুরের দাম ভিন্ন ভিন্ন দামে বাজারে পাওয়া যাচ্ছে।

সরকার ঘোষিত পাইকারি মূল্যের থেকে প্রায় শতাধিক টাকা বেশি ধরে খুচরা বাজারে বিক্রি হচ্ছে। যেমন পাইকারী মূল্যে মরিয়ম খেজুর এর দাম 750 টাকার মধ্যে পাওয়া যায়। কিন্তু খুচরা বাজারে দেখা যায় প্রতি কেজি প্রায় 500 টাকার মতো। আবার আজওয়া খেজুরের দাম প্রায় প্রতি কেজি তে 1200 থেকে 1500 টাকার মত। তবে বর্তমানে এই খেজুর আগের থেকে বেশি দামে বিক্রি হচ্ছে। আর রমজান মাস এলে বিভিন্ন বাজারে খেজুরের দাম কিছু অসাধু ব্যবসায়ীরা বেশি দাম নিয়ে থাকে ক্রেতাদের কাছ থেকে।

আজওয়া খেজুরের দাম কত ২০২৪

বিভিন্ন খেজুরের মধ্যে আজওয়া খেজুর সবথেকে ভালো একটি খেজুর। পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির বেশি খেজুর রয়েছে। এর মধ্যে অন্যতম পুষ্টিগুণসম্পন্ন খেজুরের প্রজাতি হচ্ছে আজওয়া খেজুর। দেখতে কালো মাঝারি এবং ছোট আকৃতির, খেতেও বেশ সুস্বাদু এবং পুষ্টিকর। সৌদি আরবের মানুষের কাছে অনেক প্রিয় একটি খেজুর।

পাশাপাশি আমাদের বাংলাদেশেও অনেক প্রিয় একটি খেজুর। বাংলাদেশের বাজারে আজওয়া খেজুরের প্রতি কেজির দাম পড়বে 800 টাকা থেকে শুরু করে মানের দিক থেকে প্রায় 2500 টাকা পর্যন্ত। আজওয়া খেজুরের মান খারাপ হলে 800 থেকে 1500 টাকার মধ্যে পাওয়া যায়। আর যদি মানের দিক থেকে অনেক ভাল হয় তবে এর দাম প্রতি কেজি 2000 টাকা থেকে 2500 টাকা।

মরিয়ম খেজুর এর দাম

খেজুরের ভালো মানের দিক থেকে এই মরিয়ম খেজুরের স্থান দ্বিতীয়। বাংলাদেশের বাজারে এই মরিয়ম খেজুর সব দোকানেই পাওয়া যায়। আজওয়া খেজুরের পরেই এর স্থান। এই খেজুরের স্বাদ, মান ও পুষ্টিগুনে তুলনা হয়না। এটি খেতে অনেক সুস্বাদু এবং প্রোটিন সমৃদ্ধ। এই মরিয়ম খেজুর আবার বাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায়। তাই এই মরিয়ম খেজুর আবার বিভিন্ন দামে বাজারে পাওয়া যায়। মরিয়ম খেজুর প্রতি কেজি 300 টাকা থেকে 500 টাকার মধ্যে পাওয়া যায়।

কালমি খেজুরের দাম ২০২৪

কালমি খেজুর কালো ও গাড় খয়েরি রঙের হয়ে থাকে।মরিয়ম ও সাফাওয়ি বা কালমি খেজুর অনেকটা একই ধরনের।এ খেজুর অপেক্ষাকৃত একটু কম মিষ্টি হয়। তবে বাংলাদেশে এটা খুবই জনপ্রিয়। এটি খুবই পুষ্টিকর, এবং জনগণের হাতের নাগালেই খুব সহজেই বিভিন্ন দোকানে পাওয়া যায়। এই খেজুর প্রত্যেকে যে যার প্রায় 1300 থেকে 1350 টাকার মধ্যে পাওয়া যায়। মানের দিক থেকে এই এই খেজুরের দাম তারতম্য হতে পারে। আর 5 কেজি কালমি খেজুর 2000 টাকায় পাইকারি মূল্যে পাওয়া যায়।

বিভিন্ন জাতের খেজুর এর নাম

পৃথিবীতে প্রায় তিন হাজারের বেশি খেজুরের প্রজাতি রয়েছে। সৌদি আরব ,মিশর, ইরান, ইরাক, আলজেরিয়া ,বিভিন্ন দেশে বিভিন্ন প্রজাতির খেজুর রয়েছে। বাংলাদেশের প্রায় 100 প্রজাতির খেজুর পাওয়া যায়। বিভিন্ন জাতের কিছু খেজুর নাম আপনাদের জানানোর জন্য দেয়া হলো। যেমন,আজওয়া মরিয়ম মেজুল, অম্বার, সুকারি,সাকাওয়ি আনবারা,বারহি,সেগাই,মাজাফাতি,ডেগলেট নূর, জাহেদী,লুলু,বরই, দাব্বাস, নাগাল,মাশরুক,ইত্যাদি।

সৌদি খেজুরের দাম

বিশ্বের সৌদি আরবের বিভিন্ন প্রজাতির খেজুরের প্রজাতি রয়েছে। খেজুর উৎপাদনের দিক থেকে সৌদি আরবের অবস্থান হচ্ছে দ্বিতীয়। এই দেশের প্রায় সব ধরনের খেজুর পাওয়া যায়। সকল স্বাদ, গন্ধ, বর্ণ বিভিন্ন রকমের খেজুর পাওয়া যায় সৌদি আরবের বাজারে। সৌদি আরবের মানুষের কাছে সবথেকে প্রিয় খেজুর হচ্ছে আজওয়া খেজুর, আনবারা খেজুর ,সাফাওয়ি খেজুর, বারহি খেজুর,সেগাই খেজুর ইত্যাদি।

সৌদি আরবের বাজারে আজওয়া খেজুরের দাম প্রতি কেজি ৫০ থেকে ১০০ সৌদি রিয়াল। যা বাংলাদেশি টাকায় প্রায় 1200 খেকে 2500 টাকার মতো। আনবারা খেজুরের সাফাওয়ি খেজুর, বারহি খেজুর,সেগাই খেজুরের দাম ও প্রায় একই।এই খেজুরগুলো সৌদি আরবের মানুষের কাছে সবথেকে প্রিয়। এগুলো খেতে অনেক সুস্বাদু এবং পুষ্টিকর।

খেজুরের পাইকারি বাজার ২০২৪

বাংলাদেশে বিভিন্ন পাইকারি বাজার রয়েছে। বাংলাদেশের রাজধানীতেও বিভিন্ন জায়গায় খেজুরের পাইকারি বাজার হয়েছে। খুচরা বাজারে থেকে পাইকারি বাজারে খেজুরের দাম কিছুটা কম হয়ে থাকে। যেমন কালমি খেজুর প্রতি কেজি 400 থেকে 500 টাকার মধ্যে পাওয়া যায়। পাইকারি মূল্য 5 কেজি 2 হাজার টাকার মধ্যে পাওয়া যায় । আবার জিহাদী খেজুর কেজি প্রতি 10 কেজিতে প্রায় 1100 টাকার মতো পাইকারি মূল্যে পাওয়া যায়।

আবার কামরাঙ্গা মরিয়ম 5 কেজি প্রায় 1900 থেকে 2 হাজার টাকার মধ্যে পাওয়া যায়। পাইকারি মূল্য প্রতি কেজি 400 থেকে 500 টাকা। আবার মেডজুল মিডিয়াম কোয়ালিটি 5 কেজি প্রায় 2500 টাকা পাইকারি মূল্য। অর্থাৎ প্রতি কেজি 500 টাকার মতো। কালমি মিডিয়াম 5 কেজি 1700 টাকার মতো। আজওয়া এগ্রেড 5 কেজি 2100 টাকার মতো। আম্বার 5 কেজি প্যাকেট পাইকারি মূল্য 2600 টাকার মতো। প্রতি কেজি প্রায় 500 থেকে 600 টাকার মতো। সুকারি তিন কেজি প্রায় 1200-1300 টাকা ইত্যাদি পাইকারি মূল্যে পাওয়া যাচ্ছে।

সর্বশেষ কথা

উপরের যে পোষ্টটি লেখা হয়েছে তা হচ্ছে আজকের খেজুরের দাম ২০২৪ সম্পর্কে। খেজুরের দাম ও মানের দিক থেকে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই খেজুর কেনার সময় ভালো করে দেখে কিনে নিবেন। কিছু অসাধু ব্যবসায়ী আছে ভালো মানের কথা বলে খুব কম মানের খেজুর বিক্রি করে থাকে ক্রেতাদের কাছে। বিভিন্ন সময় ক্রেতাদের কাছ থেকে দামও বেশি নিয়ে থাকে। আশা করব সম্পূর্ণ পোষ্টটি পড়লে খেজুরের সঠিক দাম জেনে নিতে পারবেন। সম্পূর্ণ পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ

infoo.live
infoo.livehttps://infoo.live
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি। বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments