Tuesday, January 21, 2025
Homeবাজার দরওয়ালটন ফ্রিজ 12 সেফটি দাম কত ২০২৪

ওয়ালটন ফ্রিজ 12 সেফটি দাম কত ২০২৪

 ওয়ালটন একটি দেশীয় পণ্য। ওয়ালটন ব্রান্ডের বিভিন্ন প্রকারের ফ্রিজ পাওয়া যায়। দামের তুলনায় সবার কাছে ১২ সেফটি ফ্রিজ বেশ জনপ্রিয়। বাংলাদেশ বাজারে ১২ সেফটি ওয়ালটন ফ্রিজের দাম ২৫৩০০ টাকা। ২৮০০০ টাকার মধ্যে ওয়ালটনের ১২ সেফটি ফ্রিজ পাওয়া যায়। এই পোস্টে আমি কম দামে উন্নতমানের সেরা কিছু ওয়ালটন ফ্রিজের মডেল, নাম ও দাম তালিকা আকারে শেয়ার করেছি।

এই ফ্রিজ গুলো অনেক টেকসই হবে এবং বিদ্যুৎ খরচ কম হবে।ওয়ালটন গ্রুপের মার্চেল ফ্রিজ ১২ সেফটি কম দামে পাওয়া যাচ্ছে। তবে বর্তমান সময়ে আগের থেকে অন্যান্য মডেলের ওয়ালটন ফ্রিজের দাম বেড়েছে। প্রায় প্রতি ফ্রিজে ৩০০০ টাকার মত বৃদ্ধি পেয়েছে। নিচের অংশে ওয়ালটন ব্রান্ডের ফ্রিজের দাম, ৩০,০০০ টাকার মধ্যে ১২ সেফটি ফ্রিজের দাম দেওয়া আছে। ফ্রিজের আজকের বাজার দর কত তা জানতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।

ওয়ালটন ফ্রিজ 12 সেফটি দাম কত

ফ্রিজের দাম নির্ভর করবে ফ্রিজের কুয়ালিটির উপর। সেই অনুযায়ী ১২ সেফটি ফ্রিজের দাম ভিন্ন ভিন্ন হবে। বাজারে ওয়ালটন ওয়ালটন ব্রান্ডের বিভিন্ন মডেলের ১২ সেফটি ফ্রিজ বিক্রি করা হয়। উন্নতমানের ফ্রিজ গুলো ৩৫,০০০ থেকে ৪৫,০০০ হাজারের মধ্যে হয়ে থাকে। সব চেয়ে কম দামে ওয়ালটন  ন্যানো WFD-1B6-GDEL-XX মডেলর ফ্রিজ টি ২৫,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। WFC-3A7-GDXX-XX (Inverter) মডেলের ১২ সেফটি ফ্রিজের দাম ৪০,৯৯০ টাকা। ফ্রিজটিতে গ্লাস ডর ব্যবহার করা হয়েছে।

কম দামে ১২ সেফটি ওয়ালটন ফ্রিজের দাম

এখানে কম দামে ১২ সেফটি ফ্রিজের দাম, মডেল নাম্বার ও ফ্রিজ সম্পর্কিত সকল তথ্য দেওয়া আছে। এই ফ্রিজ গুলো বাংলাদেশের যেকোনো ওয়ালটন শোরুমে কিনতে পাওয়া যায়। আপনাদের সুবিধার্থে দোকানের নাম্বার ও যোগাযোগের ঠিকানা গুলো সংগ্রহ করে দিয়েছি। কম দামে উন্নতমানের এই ব্রান্ডের ফ্রিজ কিনতে নিচের দেওয়া ফ্রিজ গুলো দেখেনিন।

উন্নতমানের ১২ সেফটি ওয়ালটন ফ্রিজের দাম

এখানে ৩০,০০০ থেকে ৪৫,০০০ এর মধ্যে সেরা কিছু ওয়ালটন ফ্রিজ দেওয়া আছে। এগুলো দামেও অনেক বেশি, বিদ্যুৎ খরচ কিছুটা বেশি হয়ে থাকবে। বাংলাদেশের ওয়ালটনের বিভিন্ন শাখায় ফ্রিজ গুলো পাবেন। নিচে ফ্রিজের ছবি, মডেল ও নির্ধারিত মূল্য দেওয়া আছে। আগের থেকে প্রতি ফ্রিজের মূল্য ৩০০০ টাকার মত বৃদ্ধি পেয়েছে।

ওয়ালটন ফ্রিজ ১৩ সেফটি দাম

১৩ সেফটি ওয়ালটন ফ্রিজে ৪০০০ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে। ওয়ালটন WFE-3E8-ELNX-XX এই মডেলের ফ্রিজটির দাম ৪১৪৯০ টাকা। WFE-2N5-GDEL-XX এই ফ্রিজটির দাম ৪২,৪৯০ টাকা। ৩০৭ লিটারের WFC-3X7-GDEL-XX এই মডেলের ফ্রিজটির বর্তমান মূল্য ৪৩,৯৯০ টাকা। এই দামের আরও কিছু ফ্রিজ রয়েছে। নিচে দাম ও ফ্রিজের ছবি সহ দেওয়া আছে।

মার্সেল ফ্রিজ 12 সেফটি দাম কত

মার্সেল 12 সেফটি ফ্রিজটির দাম ৩৪ হাজার ৯৯০ টাকা। ওয়ালটনের একটি গ্রপ হচ্ছে মার্সেল। তাই বিভিন্ন ওয়ালটন শোরুমে এই ফ্রিজ টি কনতে পাবেন। বিভিন্ন ডিজাইনের মার্সেল ফ্রিজ তৈরি করেছে এই ব্রান্ডটি। ৮ সেফটি, ১২ সেফটি, ১৩ সেফটি আরও অনেক সাইজের মার্সেল ফ্রিজ কিনতে পাবেন। অথাধুনিক ও  ন্যানো প্রযুক্তি ব্যবহার করে মার্সেল ফ্রিজ তৈরি করা হয়। MFE-C5H-CRXX-X এই মডেলের মার্সেল ফ্রিজ ১২ সেফটি দাম- ৩৪,৯৯০ টাকা। ৪০ থেকে ৪৫ হাজারের মধ্যেও মার্সেল ফ্রিজ বিক্রি করা হয়। নিচে থেকে আরক কিছু দাম ও মডেলের মার্সেল ফ্রিজ দেখেনিন।

শেষ কথা

আরও কিছু 12 সেফটি ওয়ালটন ফ্রিজ রয়েছে। যেগুলোর দাম আরও বেশি। এই পোস্টে আমি কম দামে উন্নতমানের ১২ সেফটি ফ্রিজ গুলোর দাম শেয়ার করেছি। যেকোনো সময় এই ফ্রিজের দাম পরিবর্তন হতে পারে। আমার দেওয়া এই দাম থেকে কিছুটা মূল্য ছাড় পাবেন। আশা করছি এই পোস্ট থেকে ওয়ালটন ফ্রিজ 12 সেফটি দাম কত?  এবং ওয়ালটন ফ্রিজের আজকের দাম ২০২৪ সম্পর্কে জানতে পেরেছেন। বিভিন্ন ধরনের বাজার দর সম্পর্কিত তথ্য জানতে আমার সাথেই থাকবেন।

infoo.live
infoo.livehttps://infoo.live
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি। বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments